ভূমি মন্ত্রণালয় || সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (09-12-2023) || 2023

All

'সবকটা জানালা খুলে দাও না'- এ গানের গীতিকার নজরুল ইসলাম বাবু; ও সুরকার- আহমেদ ইমতিয়াজ বুলবুল।

Created: 6 months ago | Updated: 1 day ago

RDA এর পূর্ণরূপ  Rural Development Academy. 

CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.

বাংলাদেশের দুটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের নাম  হলোঃ 

১। কক্সবাজার জেলার ঝিলং ঝা

২।  পটুয়াখালী জেলার কলাপাড়া।

বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার রূপপুরে অবস্থিত । 

বাংলাদেশের একমাত্র  পানি বিদ্যুৎ কেন্দ্র  রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত । 

বাংলাদেশের প্রথম ইকো পার্ক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত । 

প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলার ডুলাহাজরায় অবস্থিত । 

সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর  নিতুন কুণ্ডু এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত । 

পদ্মাসেতুর মোট স্প্যান ৪১টি । প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।

শেখ রাসেল দিবস বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সম্মানে ২০২১ সাল হতে প্রতি বছর তার জন্মদিনে বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস । 

এটি ১৮ অক্টোবর পালিত হয়। 

সর্বশেষ আইসিসি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছে । অস্ট্রেলিয়ার ষষ্ঠ তম বিশ্বকাপ বিজয় ছিল

উত্তর লিখুনঃ
10.

ই-নামজারী কী?

Created: 6 months ago | Updated: 6 hours ago

নামজারি বা মিউটেশন হচ্ছে জমি-সংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তন করা। ভূমির মালিকানা পরিবর্তনের সাথে সাথে সহজে ও দ্রুত নামজারি করার লক্ষ্যে অনলাইনে নামজারি ফি পরিশোধের ব্যবস্থাসহ ডিজিটাল সিস্টেমই হলো ই-নামজারি।

Related Sub Categories