ভূমি মন্ত্রণালয় || সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (09-12-2023) || 2023

All

সন্ধিবিচ্ছেদ লিখুনঃ
1.

অক্ষৌহিণী

Created: 8 months ago | Updated: 1 day ago

অক্ষৌহিণী = অক্ষ + ঊহিনী।

সন্ধিবিচ্ছেদ লিখুনঃ
2.

দুষ্পাচ্য

Created: 8 months ago | Updated: 1 day ago

দুষ্পাচ্য এর সন্ধি বিচ্ছেদ দুঃ+পাচ্য।

সন্ধিবিচ্ছেদ লিখুনঃ
3.

দ্যুলোক

Created: 8 months ago | Updated: 1 day ago

দ্যুলোক = দিব্‌ + লোক।

সন্ধিবিচ্ছেদ লিখুনঃ
4.

রাজর্ষি

Created: 8 months ago | Updated: 1 day ago

রাজর্ষি = রাজা+ ঋষি।

সন্ধিবিচ্ছেদ লিখুনঃ
5.

পবিত্র

Created: 8 months ago | Updated: 1 day ago

পবিত্র = পো + ইত্র।

শুদ্ধ বানান লিখুন
6.

শ্রদ্ধঞ্জলি

Created: 8 months ago | Updated: 21 hours ago

শ্রদ্ধঞ্জলি = শ্রদ্ধাঞ্জলি।

শুদ্ধ বানান লিখুন
7.

প্রতিদ্বন্দিতা

Created: 8 months ago | Updated: 23 hours ago

প্রতিদ্বন্দিতা = প্রতিদ্বন্দ্বিতা।

শুদ্ধ বানান লিখুন
8.

আকাংখা

Created: 8 months ago | Updated: 1 day ago

আকাংখা = আকাঙ্ক্ষা।

শুদ্ধ বানান লিখুন
9.

উত্তরসুরী

Created: 8 months ago | Updated: 1 day ago

উত্তরসুরী = উত্তরসূরি।

শুদ্ধ বানান লিখুন
10.

সতঃ স্ফুর্ত

Created: 8 months ago | Updated: 1 day ago

সতঃস্ফূর্ত = স্বতঃস্ফূর্ত।

Created: 8 months ago | Updated: 21 hours ago

বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ( ১৮৮৫ - ১৯৬৯) ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ। তার বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম - বাংলা সাহিত্যের কথা।

“স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান" এই কবিতাংশটি শামসুর রাহমান এর লেখা । 

Created: 8 months ago | Updated: 1 day ago

'দেশে-বিদেশে' ভ্রমণকাহিনী শ্রেণির রচনা

রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন ১৯০১ সালে । 

ডিজিটাল ভূমিসেবা

“ডিজিটাল ভূমি সেবা বা ডিজিটাল ল্যান্ড সার্ভেই" একটি প্রযুক্তিগত সেবা যা ভূমি বা জমির তথ্য এবং তথ্যাদি অনুসন্ধান, বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা করার জন্য ব্যবহার হয়। এই সেবাটি সাধারণভাবে সফটওয়্যার এবং ইন্টারনেট ব্যবহার করে ভূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাত করে এবং বিভিন্ন প্রকারের জমি সংস্করণ এবং নির্মাণে সাহায্য করে। এটি স্থানীয় সরকার, অধিকারী দপ্তর, বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের দ্বারা ব্যবহৃত হতে পারে। ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে ভূমি সংক্রান্ত তথ্যের সহজ অ্যাক্সেস, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিশ্লেষণ এবং সরবরাহের জন্য সহজ একটি ইনফ্রাস্ট্রাকচার প্রদান করা হয়।

বিপরীত শব্দ লিখুন
17.

ইহলোক

Created: 8 months ago | Updated: 1 day ago

ইহলোক - পরলোক।

বিপরীত শব্দ লিখুন
18.

উৎকর্ষ

Created: 8 months ago | Updated: 1 day ago

উৎকর্ষ - অপকর্ষ।

বিপরীত শব্দ লিখুন
19.

বিজ্ঞ

Created: 8 months ago | Updated: 1 day ago

বিজ্ঞ - অজ্ঞ।

বিপরীত শব্দ লিখুন
20.

প্রসন্ন

Created: 8 months ago | Updated: 22 hours ago

প্রসন্ন - বিষণ্ণ।

বিপরীত শব্দ লিখুন
21.

যোজক

Created: 8 months ago | Updated: 1 day ago

যোজক - বিয়োজক।

Related Sub Categories