কানা গরু বামুনকে দান
কানা গরু বামুনকে দান প্রবাদটির অর্থ হবে অপ্রয়োজনীয় (অকেজো) জিনিস দান করে নাম কেনা।
গৌরচন্দ্রিকা
গৌরচন্দ্রিকা’ বাগধারাটির অর্থ ভুমিকা
আচাভুয়ার বোম্বাচাক
আচাভুয়ার বোম্বাচাক = অসম্ভব ব্যাপার
আধা খেচরা
আধা খেচরা বাগধারাটির অর্থ বিশৃঙ্খলা
ষাঁড়ের গোবর
ষাঁড়ের গোবর বাগধারাটির অর্থ -অপদার্থ লোক
পুরাণ চাল ভাতে বাড়ে।
পুরাণ চাল ভাতে বাড়ে।
= পুরান চাল ভাতে বাড়ে
নিরাপরাধী ব্যক্তিকে ক্ষমা কর
নিরাপরাধী ব্যক্তিকে ক্ষমা কর
= নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা কর ৷
অভাগা মেয়েটিকে নিয়ে বড় বিপদে পড়েছি।
অভাগা মেয়েটিকে নিয়ে বড় বিপদে পড়েছি।
= অভাগা মেয়েকে নিয়ে বড় বিপদে পড়েছি।
কলেজের সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
কলেজের সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
= কলেজের সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
সেখানে গেলে তুমি অপমান হবে।
সেখানে গেলে তুমি অপমান হবে।
= সেখানে গেলে তুমি অপমানিত হবে।
বন্দী শিবির থেকে
শামসুর রাহমানের প্রথম কাব্য গ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। বন্দী শিবির থেকে (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন। তিনি 'মজলুম আদিব' ছদ্মনামে কাব্যগ্রন্থটি রচনা করেন।
মায়া কাজল
মায়া কাজল কাব্যগ্রন্থটি বেগম সুফিয়া কামাল এর লেখা
চাকা
চাকা = সেলিম আল - দীন
ক্রীতদাসের হাসি
ক্রীতদাসের হাসি = শওকত ওসমান
পঞ্চতন্ত্র
'পঞ্চতন্ত্র' গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা।
সৈয়দ মুজতবা আলী (১৩ সেপ্টেম্বর ১৯০৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৭৪) একজন বিংশ শতকী বাঙালি সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা।
কোরবানী
কোরবানী আরবি ভাষার শব্দ
আফসোস
আফসোস ফারসী শব্দ
আচানক
আচানক হিন্দি শব্দ
আনারস
আনারস পর্তুগিজ শব্দ
ক্রিকেট
ক্রিকেট ইংরেজি শব্দ
উচ্ছ্বাস
উচ্ছাস = উচ্ছ্বাস
মুর্ছনা
মুর্ছনা - মূর্ছনা
শারীরীক
শারীরীক - শারীরিক
দুঃস্ত
দুঃস্ত - দুঃস্থ
শান্তনা
শান্তনা - সান্ত্বনা
He prevented me .... going there.
He prevented me from going there.
Divide taka five hundred .... four workers.
Divide taka five hundred among four workers.
The mother has no control ... her children.
The mother has no control over her children.
My father has been ill .... Monday.
My father has been ill since Monday.
Don't worry about me, I can look ...... myself
Don't worry about me, I can look after myself.
Who opened the window? (Voice)
Who opened the window?
= By whom was the window opened?
When she finished the speech, she left the stage. (Simple)
When she finished the speech, she left the stage.
= Finishing the speech, she left the stage.
He is one of the tallest students in the class. (Comparative)
He is one of the tallest students in the class.
= He is taller than most of the students in the class.
They laughed at the lunatic man. (voice)
They laughed at the lunatic man.
= The lunatic man was laughed at by them.
We must obey our parents. (negative)
We must obey our parents.
= We mustn't disobey our parents.
Break out
সহসা আবির্ভূত হওয়া
A fire broke out in the kitchen and spread quickly.
Go against
বিরুদ্ধে যাওয়া
She decided to go against her parents and run away with her boyfriend.
With a view to
এতদুদ্দেশ্যে
She applied for the scholarship with a view to studying abroad.
Well off
He is well off and does not need to work.
The Bengali translation of this sentence is:
The Bengali translation of the phrase “well off” is: ধ্বণি
Learn by heart
She had to learn by heart all the names of the presidents.
The Bengali translation of this sentence is:
তিনি সব রাষ্ট্রপতির নাম মুখস্থ করতে হলো।
The Bengali translation of the phrase “learn by heart” is:
মুখস্থ করা
Posesion
Posesion - possession - দখল
Neumonea
Neumonea - Pneumonia
Misseleneous
Misseleneous - Miscellaneous
Sunamee
Sunamee - Tsunami
Achive
Achive - Achieve
তোমার সাফল্যের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই।
তোমার সাফল্যের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই।
= I congratulate you on your success..
এখন সকাল সোয়া নয়টা বাজে।
এখন সকাল সোয়া নয়টা বাজে।
= It is quarter past nine in the morning now.
আমার বাবা প্রতিদিন সকালে কোরআন পড়েন।
My father reads Quran every morning.
উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো।
Example is better than advice.
সে জ্বর জ্বর অনুভব করছে।
He is feeling feverish.
মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন?
মুজিবনগর সরকার (যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগণের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন স্থাপনার ছবি ছিল?
স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে শহীদ মিনারের ছবি ছিল।
সোয়াচ অব নো গ্রাউন্ড খাঁদটি কোথায় অবস্থিত?
সোয়াচ অব নো গ্রাউন্ড খাঁদটি বঙ্গোপসাগরে অবস্থিত।
বঙ্গভঙ্গ কার শাসন আমলে এবং কোন সময়ে হয়েছিল?
বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯০৫ সালের ৬ জুলাই কলকাতা প্রেস প্রথম বঙ্গভঙ্গ প্রস্তাবের খবরটি প্রকাশিত করে। ১৯০৫ সালের ১৬ অক্টোবরে তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বড়লাট লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়।
SDG এর পূর্ণরূপ লিখুন এবং এর Goal কয়টি?
Sustainable development Goal. Goal 17 টি
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের কত নম্বর তফসিলে আছে?
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের পঞ্চম তফসিলে আছে।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
২০২৬ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এটি ফুটবল বিশ্বকাপের ২৩ তম আসর।
বাংলাদেশ জ্যাতিসংঘের কততম সদস্য?
বাংলাদেশ জ্যাতিসংঘের ১৩৬ তম সদস্য।
UNHCR এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
UNHCR এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত?
মহেঞ্জোদারো সভ্যতা অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত।
এশিয়া মহাদেশ থেকে সর্বপ্রথম কে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর উপমহাদেশ তথা এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
ফিজি এর রাজধানীর নাম কি?
ফিজি এর রাজধানীর নাম সুভা।
জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টি ও এর স্থপতি কে?
স্তম্ভ সাতটি এবং এর স্থপতি মইনুল হাসান।
মেট্রোরেল কত তারিখ চালু হয় এবং প্রথম যাত্রী হিসাবে টিকিট কাটেন কে?
এমআরটি-৬ লাইনের প্রথম পর্যায়ের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ ২৮ ডিসেম্বর, ২০২২ জনসাধারণের চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং তিনিই আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রাটি করেন।
বাংলাদেশের সাথে সীমান্তবর্তী দুটি দেশের নাম লিখুন ।
IPCC এর পূর্ণরূপ কি?
IPCC- Intergovernmental Panel on Climate Change
১৯৫৬ সালের কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
COP 28 এর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
COP 28 এর সম্মেলন দুবাই, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৩০ নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত।
'তরঙ্গভঙ্গ' গ্রন্থের রচিয়তা কে?
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক "তরঙ্গ ভঙ্গ" (১৯৬৪) । তার রচিত আরো কয়েকটি নাটক বহিপীর ১৯৬০, সুড়ঙ্গ ১৯৬৪, উজানের মৃত্যু ১৯৬৬।
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৪(ক) অনুচ্ছেদে বলা হয়েছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকার সকল ক্ষেত্রে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।