কানা গরু বামুনকে দান
কানা গরু বামুনকে দান প্রবাদটির অর্থ হবে অপ্রয়োজনীয় (অকেজো) জিনিস দান করে নাম কেনা।
গৌরচন্দ্রিকা
গৌরচন্দ্রিকা’ বাগধারাটির অর্থ ভুমিকা
আচাভুয়ার বোম্বাচাক
আচাভুয়ার বোম্বাচাক = অসম্ভব ব্যাপার
আধা খেচরা
আধা খেচরা বাগধারাটির অর্থ বিশৃঙ্খলা
ষাঁড়ের গোবর
ষাঁড়ের গোবর বাগধারাটির অর্থ -অপদার্থ লোক
পুরাণ চাল ভাতে বাড়ে।
পুরাণ চাল ভাতে বাড়ে।
= পুরান চাল ভাতে বাড়ে
নিরাপরাধী ব্যক্তিকে ক্ষমা কর
নিরাপরাধী ব্যক্তিকে ক্ষমা কর
= নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা কর ৷
অভাগা মেয়েটিকে নিয়ে বড় বিপদে পড়েছি।
অভাগা মেয়েটিকে নিয়ে বড় বিপদে পড়েছি।
= অভাগা মেয়েকে নিয়ে বড় বিপদে পড়েছি।
কলেজের সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
কলেজের সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
= কলেজের সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
সেখানে গেলে তুমি অপমান হবে।
সেখানে গেলে তুমি অপমান হবে।
= সেখানে গেলে তুমি অপমানিত হবে।
বন্দী শিবির থেকে
শামসুর রাহমানের প্রথম কাব্য গ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। বন্দী শিবির থেকে (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন। তিনি 'মজলুম আদিব' ছদ্মনামে কাব্যগ্রন্থটি রচনা করেন।
মায়া কাজল
মায়া কাজল কাব্যগ্রন্থটি বেগম সুফিয়া কামাল এর লেখা
চাকা
চাকা = সেলিম আল - দীন
ক্রীতদাসের হাসি
ক্রীতদাসের হাসি = শওকত ওসমান
পঞ্চতন্ত্র
'পঞ্চতন্ত্র' গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা।
সৈয়দ মুজতবা আলী (১৩ সেপ্টেম্বর ১৯০৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৭৪) একজন বিংশ শতকী বাঙালি সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা।
কোরবানী
কোরবানী আরবি ভাষার শব্দ
আফসোস
আফসোস ফারসী শব্দ
আচানক
আচানক হিন্দি শব্দ
আনারস
আনারস পর্তুগিজ শব্দ
ক্রিকেট
ক্রিকেট ইংরেজি শব্দ
উচ্ছ্বাস
উচ্ছাস = উচ্ছ্বাস
মুর্ছনা
মুর্ছনা - মূর্ছনা
শারীরীক
শারীরীক - শারীরিক
দুঃস্ত
দুঃস্ত - দুঃস্থ
শান্তনা
শান্তনা - সান্ত্বনা