দিগন্ত
দিগন্ত = দিক্ + অন্ত।
গবেষণা
গবেষণা = গো + এষণা।
সংরক্ষণ
সংরক্ষণ = সম্ + রক্ষণ।
স্বাগত
স্বাগত = সু + আগত।
অচল পয়সা
অচল পয়সা (মূল্যহীন)ঃ এ সমাজে বৃদ্ধ লোকেরা অচল পয়সার মতো।
বিড়াল তপস্বী
বিড়াল তপস্বী (ভণ্ড লোক)ঃ সাধু সেজে থাকলেও সে যে আসলে একটি বিড়াল তপস্বী তা এখন সবাই বুঝে গেছে।
দুধের মাছি
দুধের মাছি (সুসময়ের বন্ধু)ঃ সুদিনে দুধের মাছির অভাব হয় না, কিন্তু দুর্দিনে একজনও মিলে না।
শাঁখের করাত
শাঁখের করাত (উভয় সঙ্কট)ঃ সত্যি কথা বললে লোকটির চাকরি যাবে, আর গোপন করলে সোহেলের ক্ষতি- এ যে শাঁখের করাত।
উৎত্থাপন
উৎত্থাপন = উত্থাপন।
মহৌশধী
মহৌশধী = মহৌষধ।
প্রতিযোগীতা
প্রতিযোগীতা = প্রতিযোগিতা।
বানিজ্য
বানিজ্য = বাণিজ্য।
হর্ষ
হর্ষ = বিষাদ।
অলীক
অলীক = বাস্তব।
কর্মঠ
কর্মঠ = অলস।
সাধু
সাধু = তস্কর।
অন্ধজনে দেহ আলো
অন্ধজনে দেহ আলো = সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
সোমবার থেকে পরীক্ষা শুরু
সোমবার থেকে পরীক্ষা শুরু = অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।