সূক্ষ্ম
সূক্ষ্ম এর বিপরীত শব্দ হল স্থূল।
জ্যোৎস্না
জ্যোৎস্না = অমাবস্যা।
বাহুল্য
বাহুল্য = প্রয়োজনীয়।
সাহসী
সাহসী = ভীতু।
স্বাধীন
স্বাধীন = পরাধীন।
দণ্ড
দণ্ড = পুরস্কার।
রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে।
মদনমোহন তর্কালঙ্কার
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারা দিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
ভাইবোন সকলেরে যেন ভালোবাসি,
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা,
পাঠের সময় যেন নাহি করি হেলা।
সুখী যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি,
কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি।
ঝগড়া না করি যেন কভু কারো সনে,
সকালে উঠিয়া এই বলি মনে মনে।
প্রতিদিন
প্রতিদিন = দিন দিন (অব্যয়ীভাব সমাস)
মহাপুরুষ
মহাপুরুষ = মহান যে পুরুষ (কর্মধারয় সমাস)
শতাব্দী
শতাব্দী = শত অব্দের সমাহার (দ্বিগু সমাস)