সকল বিষয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম পিতা- শেখ লুৎফর রহমান; মাতার নাম - সায়েরা খাতুন । 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার  ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন । 

এক কথায় প্রকাশ করুন।
4.

যে নারীর হাসি সুন্দর

Created: 3 months ago | Updated: 1 day ago

যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা

এক কথায় প্রকাশ করুন।
5.

পান করিবার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 1 day ago

পান করিবার ইচ্ছা = পিপাসা

এক কথায় প্রকাশ করুন।
6.

সমুদ্র হইতে হিমালয় পর্যন্ত

Created: 3 months ago | Updated: 1 day ago

সমুদ্র হইতে হিমালয় পর্যন্ত = আসমুদ্রহিমাচল

এক কথায় প্রকাশ করুন।
7.

কোথাও উঁচু কোথাও নিচু

Created: 3 months ago | Updated: 1 day ago

কোথাও উঁচু কোথাও নিচু = বন্ধুর

বাগধারা দিয়ে বাক্য রচনা করুন।
8.

কাঁঠালের আমসত্ত্ব

Created: 3 months ago | Updated: 1 day ago

কাঁঠালের আমসত্ত্ব (অলীক বস্তু; অবাস্তব বস্তু; অসম্ভব বস্তু): ঐ হাড় কিপটে করবে দান, কাঁঠালের আমসত্ত্ব আর কি।

বাগধারা দিয়ে বাক্য রচনা করুন।
9.

দুধের মাছি

Created: 3 months ago | Updated: 1 day ago

দুধের মাছি (সুসময়ের বন্ধু): সুদিনে দুধের মাছি অভাব হয় না কিন্তু দুর্দিনে একজনও মিলে না।

বাগধারা দিয়ে বাক্য রচনা করুন।
10.

অমাবস্যার চাঁদ

Created: 3 months ago | Updated: 1 day ago

অমাবস্যার চাঁদ (দুর্লভ বস্তু): তোমার দেখা পাওয়াই ভার, অমাবস্যার চাঁদ হয়ে পড়েছ।

বাগধারা দিয়ে বাক্য রচনা করুন।
11.

আঠারো মাসে বছর

Created: 3 months ago | Updated: 1 day ago

আঠারো মাসে বছর (দীর্ঘসূত্রতা/দীর্ঘসূত্রিতা): তোমার তো আঠারো মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি হয় না।

গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন
12.

সোনার তরী

Created: 3 months ago | Updated: 8 hours ago

সোনার তরী = রবীন্দ্রনাথ ঠাকুর

গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন
13.

সঞ্চিতা

Created: 3 months ago | Updated: 18 hours ago

সঞ্চিতা = কাজী নজরুল ইসলাম

গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন
14.

নীল দর্পণ

Created: 3 months ago | Updated: 1 day ago

নীল দর্পণ = দীনবন্ধু মিত্র

গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুন
15.

মেঘনাদবধ কাব্য

Created: 3 months ago | Updated: 8 hours ago

মেঘনাদবধ কাব্য = মাইকেল মধুসূদন দত্ত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

 

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।

Image of বঙ্গবন্ধু স্যাটেলাইট১

বঙ্গবন্ধু স্যাটেলাইট১

 

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ওজন ২,৬৫০ কেজি এবং এতে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এটি ১৬০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সহকারে টেলিভিশন, রেডিও, ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগ সেবা প্রদান করে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সুবিধাগুলির মধ্যে রয়েছে:

  • এটি বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে শক্তিশালী করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে টেলিযোগাযোগ সেবা প্রসারিত করবে।
  • এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে সহায়তা করবে।
  • এটি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, এবং অন্যান্য সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডকে সমর্থন করবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে একটি বড় অবদান রেখেছে।

To: The Director General, Bangladesh Television (BTV)

From: [Your Name], [Your Designation], [Your Department]

Date: 2024-01-07

Subject: Application for Leave of Absence

I am writing to respectfully request a leave of absence from my duties at BTV for three days, from [Start Date] to [End Date].

 I require medical leave to undergo [medical procedure/treatment]. My doctor has advised me to rest for [duration] period. I have attached a doctor’s certificate for your reference.

I have ensured that all my urgent tasks and responsibilities have been completed or delegated effectively to my colleagues, [Name of colleagues] in [Department]. I will be available remotely to answer any urgent questions or provide necessary assistance during my absence.

I understand the importance of my responsibilities at BTV and apologize for any inconvenience caused by my absence. I assure you that I will return to work on [Return Date] fully refreshed and ready to resume my duties with renewed dedication.

Thank you for your time and consideration.

Sincerely,

[Your Name]

[Signature]

[Employee ID]

[Contact Information (if different from office)]

Attachments: (Doctor's certificate, if applicable)

Created: 3 months ago | Updated: 8 hours ago

গত সোমবার থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে।  =  It has been drizzling since Monday last.

Translate into English:
19.

আকাশ কী নীল!

Created: 3 months ago | Updated: 10 hours ago

আকাশ কী নীল! 

= How blue the sky is!

ট্রেন না পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।

= We shall have to wait until the train arrives.

Created: 3 months ago | Updated: 1 day ago

শীতের পরে বসন্ত আসে। 

= Spring comes after winter.

Created: 3 months ago | Updated: 1 day ago

নাই মামার চেয়ে কানা মামা ভালো। 

= Something is better than nothing.

Make sentences with following idioms and phrases:
23.

To left no stone unturned

Created: 3 months ago | Updated: 1 day ago

To left no stone unturned (tried every possible; চেষ্টার ত্রুটি না রাখা): He left no stone unturned.

Make sentences with following idioms and phrases:
24.

Wear and tear

Created: 3 months ago | Updated: 15 hours ago

Wear and tear (ক্ষয়-ক্ষতি): The machines have their wear and tear.

Make sentences with following idioms and phrases:
25.

Apple of discord

Created: 3 months ago | Updated: 1 day ago

Apple of discord (matter of dispute; বিবাদের বিষয়): The paternal property has become an apple of discord between the two brothers.

বাংলায় অনুবাদ করুন:
26.

Bangladesh has an inspiring story of growth and development.

Created: 3 months ago | Updated: 3 days ago

Bangladesh has an inspiring story of growth and development. 

= বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের একটি অনুপ্রেরণামূলক গল্প রয়েছে।

বাংলায় অনুবাদ করুন:
27.

The natural view of the hill is charming.

Created: 3 months ago | Updated: 7 hours ago

The natural view of the hill is charming. 

= পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য চিত্তাকর্ষক।

বাংলায় অনুবাদ করুন:
28.

One swallow does not make a summer.

Created: 3 months ago | Updated: 1 day ago

One swallow does not make a summer. 

= এক মাঘে শীত যায় না।

Created: 3 months ago | Updated: 1 day ago

 'The Winter Season'.

 

The winter season, characterized by its crisp air and chilly temperatures, brings about a transformative beauty to the natural world. As temperatures drop, landscapes are blanketed in a serene layer of snow, creating a picturesque scenery that glistens under the soft glow of winter sunlight. The season is synonymous with cozy moments spent by the fireplace, warm beverages, and the joyous festivities of holidays. Winter invites a unique charm with snowflakes delicately falling from the sky, adorning trees and rooftops in a frosty embrace. It is a time when nature seems to hibernate, yet it holds a quiet allure with the promise of renewal in the coming spring. Winter also fosters a sense of togetherness, as people gather to celebrate the holidays and share the warmth of companionship. Despite its cold exterior, the winter season is a time of reflection, introspection, and the appreciation of the serene beauty that unfolds when the world is temporarily cloaked in a shimmering, white veil.

ধরি, কোণ তিনটি ৬x, ৮x ও ১০x

আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

প্রশ্নমতে, ৬x+৮x+১০x = ১৮০°

বা, ২৪x = ১৮০°

বা, x = °

∴ x = ৭.৫°

অতএব কোণ তিনটি হল,

৬x = ৬ × ৭.৫০ = ৪৫°

৮x = ৮ × ৭.৫°= = ৬০°

এবং ১০x = ১০ × ৭.৫০= ৭৫°

উত্তর: ৪৫°, ৬০° ও ৭৫°

ধরি, ঘনকটির ধার = a

∴ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2

বা, 96=6a2

বা, a2 = 16

∴ a = 4

উত্তর: ৪ মিটার

১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০

= ১১০ টাকা

বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

    “              ১        ”      “         ”      ১০০/১১০ টাকা

    “              ১১       ”      “         ”    × "

= ১০ টাকা

ক্রয়মূল্য ১০ টাকা

১০% সুদে

১০০ টাকার ১ বছরের সুদ ১০ টাকা

১        “         ১    ”         "  ১০/১০০  "

৩০০০  “      ৩   ”          "  ×× "

= ৯০০ টাকা

সুতরাং সুদাসল = (৩০০০+৯০০) = ৩৯০০ টাকা

উত্তর: ৩৯০০ টাকা

আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ১২×১০ বর্গমিটার

= ১২০ বর্গমিটার

উত্তর: ১২০ বর্গমিটার

পূর্ণরূপ লিখুন
36.

UNESCO

Created: 3 months ago | Updated: 9 hours ago

UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization

পূর্ণরূপ লিখুন
37.

NATO

Created: 3 months ago | Updated: 1 day ago

NATO = North Atlantic Treaty Organization

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি): বাংলাদেশ টেলিভিশন, সাধারণভাবে বিটিভি হিসেবে পরিচিত, বাংলাদেশের প্রধান সরকারি টেলিভিশন চ্যানেল, যা বিভিন্ন শৈলি এবং মৌলিক কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।

নিজস্ব ও সরকারি চ্যানেলসমূহ: বিটিভি-এর পাশাপাশি, বাংলাদেশে অনেকগুলি নিজস্ব এবং সরকারি টেলিভিশন চ্যানেল অবস্থিত আছে, যা দেশব্যাপী পাঠকবর্গের সমাচার, বিনোদন, এবং শৈলি প্রদান করে।

শিক্ষামুলক ও সম্প্রচারমূলক কার্যক্রম: বাংলাদেশ টেলিভিশন শিক্ষামুলক এবং সম্প্রচারমূলক কার্যক্রম উপস্থাপন করে, যাতে দর্শকদের সাধারিতা বাড়ানো এবং তাদের সাথে সৃষ্টিশীল থাকার সুযোগ দেওয়া হয়।

সার্বভৌম ও স্থানীয় সংবাদ: বিটিভি এবং অন্যান্য চ্যানেলসমূহ দেশের সার্বভৌম ও স্থানীয় সংবাদ সম্প্রচার করে, যাতে দর্শকরা দেশে ও বিদেশে ঘটনার সহজ এবং সঠিক তথ্য প্রাপ্ত করতে পারে।

 

 


 

মহান মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকা ২নং সেক্টরের আওতায় ছিলো

Created: 3 months ago | Updated: 11 hours ago

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী পরিবর্তিত উল্লেখযোগ্য কিছু পদের মধ্যে এমএলএসএস/ দফতরি/পিয়ন/ডিম পরীক্ষক/শেয়ারিং এটেনডেন্ট/বুচার/টি বার অ্যাসিসটেন্ট/চাপরাশি পদগুলোর একক নাম হয়েছে অফিস সহায়ক।

সরকারি চাকুরী এবং সাধারণ প্রশাসন বিভাগ নিয়ন্ত্রণ শাখা, শাখা ১ নম্বর এস,জি, এ/আর আই/আই এস-135/69/252(350), তারিখ: ২৯ অক্টোবর ১৯৬৯ এর  মোতাবেক সরকারি পিয়নদের দায়িত্ব ও কর্তব্য নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে।

 

অফিস সহায়ক এর দায়িত্ব ও কর্তব্য  

১। অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

২। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা।

৩। হালকা আসবাবপত্র অফিসের মধ্যে একস্থান হইতে অন্যস্থানে সরানো।

৪। গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্স বন্দী করিয়া নির্দেশক্রমে এক অফিস হইতে অন্য অফিসে নেয়া।

৫। কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন।

৬। তাহারা অফিসের সমস্ত মনিহারী ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকিবেন।

৭। তাহারা তাদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরিধান করিয়া অফিসে আসিবেন।

৮। তাহারা স্ব স্ব শাখা এবং কর্মকর্তার নির্দেশিত কাজ করিবেন।

৯। তাহার দর্শণপ্রার্থী এবং পাবলিকের সহিত ভদ্রতা বজায় রাখিয়া ব্যবহার করিবেন

১০। তাহারা কর্মকর্তার পক্ষে ব্যাংকে চেক জমা এবং টাকা তুলিবেন।

১১। তাহারা অফিস সময়ের ১৫ মিনিট পূর্বে অফিসে আসিবেন এবং সহকারী সচিব/প্রধান সহকারীর নিকট আগমনের রিপোর্ট করিবেন।

১২। তাহারা বিনা অনুমতিতে কোন সময় অফিস ত্যাগ করিবেন না।

সোর্সঃ বাংলাদেশ সার্ভিস রুলস

Related Sub Categories