10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1. পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
কোন ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 45 হবে। আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 12 হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন।
4% হারে মুনাফায় কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?
একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করুন।
সরল করুন: 1x-2-x-2x2+2x+4+6xx3+8