স্বল্প
স্বল্প = সু + অল্প
দিগন্ত
দিগন্ত = দিক্ + অন্ত
সঞ্চয়
সঞ্চয় = সম্ + চয়
আশীর্বাদ
আশীর্বাদ = আশীঃ + বাদ
শুভেচ্ছা
শুভেচ্ছা = শুভ + ইচ্ছা
গড্ডলিকা প্রবাহ
গড্ডলিকা প্রবাহ = অন্ধ অনুকরণ
নয়-ছয়
নয়-ছয় = অপচয়
গুড়ে বালি
গুড়ে বালি = আশায় নৈরাশ্য
টইটম্বুর
টইটম্বুর = ভরপুর
লেফাফা দুরন্ত
লেফাফা দুরস্ত = বাইরে পরিপাটি/বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি
একই সময়ে
একই সময়ে = যুগপৎ
যার উপমা নেই
যার উপমা নেই = অনুপম
জয়ের জন্য উৎসব
জয়ের জন্য উৎসব = জয়ন্তী/ জয়োৎসব
দমন করা যায় না যাকে
দমন করা যায় না যাকে = অদম্য
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি = ইতিহাসবেত্তা
Call of
Call off = বাতিল করা Do not call off my letter.
Once in while
Once in while = মাঝেমাঝে Once in while he called me louldly.
Part and parcel
Part and parcel = আবিচ্ছেদ্য অংশ A library is part and parcel of a school.
Noun form of the word 'Simple' is --
Noun form of the word 'Simple' is Simplification
He is ___ FRCS
He is an FRCS.
Curd is made ___ milk
Curd is made from milk.
He was accused ____ theft.
He was accused of theft.
সে সাঁতার কাটতে পারে না।
সে সাঁতার কাটতে পারে না।
= He does not know how to swim
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।
মুক্তিযোদ্ধারা শ্রেষ্ঠ সন্তান।
= Freedom fighters are the best sons of the nation
দুইয়ে দুইয়ে চার হয়।
দুইয়ে দুইয়ে চার হয়।
= Two and two makes four
নাচতে না জানলে উঠান বাঁকা।
নাচতে না জানলে উঠান বাঁকা।
= A bad workman quarrels with his tools
আমার মনে পড়ছে না।
আমার মনে পড়ছে না।
= I can not remember.
ডালের মূল্য ১২.৫% বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্য= ১১২.৫ টাকা
বর্তমান মূল্য ১১২.৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
“ ” ১ “ ” " "
“ ” ১০০ “ ” " "
= ৮৮.৮৮ টাকা
∴ ডালের ব্যবহার শতকরা কমাতে হবে (১০০ - ৮৮.৮৮)%
= ১১.১১%
উত্তর: ১১.১১%।
৪টি মাছের ক্রয়মূল্য ১৬০০ টাকা
১ “ ” " ১৬০০ ৪ " = ৪০০ টাকা
∴ ক্ষতি হয় = (৪০০ – ৩৫০) = ৫০ টাকা
৪০০ টাকায় ক্ষতি হয় ৫০ টাকা
১ “ ” " "
১০০ “ ” " " = ১২.৫ টাকা
উত্তর: ১২.৫% ক্ষতি
ত্রিভুজের কোনত্রয়ের অনুপাত হলো = ৩ঃ৪ঃ৫ = ৩ + ৪ + ৫ = ১২
একটি ত্রিভুজের কোণ ১৮০০ ধরলে,
১৮০ এর ৩/১২ = ৪৫০
১৮০ এর ৪/১২ = ৬০০
১৮০ এর ৫/১২ = ৭৫০
সুতরাং, কোণ তিনটি হলো - ৪৫০ , ৬০০ , ৭৫০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৭ই মার্চ ১৯২০ সালে জন্ম গ্রহণ করেন
বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এমন দুইটি দেশের নাম - ভারত ও মায়ানমার
MRT এর পূর্ণ রূপ লিখুন।
MRT এর পূর্ণরূপ Mass Rapid Transit
'জাতীয় বস্ত্র দিবস' কোন তারিখে পালিত হয়?
'জাতীয় বস্ত্র দিবস' ৪ ডিসেম্বর পালিত হয়
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান
বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি
ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রার নাম কী?
ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রার নাম ইউরো
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ৮ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন