যদি ডালের মূল্য ১২.৫% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার শতকরা কত কমালে ডাল বাবদ কোন খরচ বৃদ্ধি পাবে না?
কোনো দ্রব্য ৫% ক্ষতিতে বিক্রয় করলে যে বিক্রয়মূল্য হয়, ১৫% লাভে বিক্রয় করলে ১৮০ টাকা বেশী পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে আসল কত টাকা?
দুই অংক বিশিষ্ট কোনো সংখ্যার অংক দুটির অন্তর ২। অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারী বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?
y=2+3 হলে y2+1y2y3-1y3 এর মান কত?