'তোমার নাম কী?' এখানে 'কী' কোন ধরনের পদ?
বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ: আমি, আমরা, তুমি,তোমরা,আপনি,তিনি ,তুই , সে, সব,ইনি,উনি,যে, কে, কী, কারা ইত্যাদি।তাই কী এখানে সর্বনাম পদ।
একইসাথে 'কি' এবং কী এর মধ্যে পার্থক্য :
'কি' এর ব্যবহার: কোনো প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি শুধুই 'হ্যাঁ' (yes) বা 'না' (no) দিয়ে দেয়া যায়, তাহলে ঐ প্রশ্নে 'কি' বসবে। কিছু উদাহরণ দেয়া যেতে পারে: (i) তুমি 'কি' দুপুরে ভাত খেয়েছো? (ii) সে 'কি' তোমাকে সাহায্য করেছিলো? (iii) তোমার বাবা 'কি' বাসায় আছেন? (iv) তোমার নাম 'কি' শিশির?
উপরের এই প্রশ্নগুলোর উত্তর শুধুই হ্যাঁ বা না দিয়ে দেয়া যাবে। আর তাই উপরের প্রতিটি বাক্যেই 'কি' বসেছে।
'কী' এর ব্যবহার: কোনো প্রশ্নের উত্তর যদি 'হ্যাঁ' বা 'না' দিয়ে দেয়া না যায়, উত্তরে যদি কিছু কথা বলার প্রয়োজন পড়ে, তাহলে ঐ প্রশ্নবোধক বাক্যে 'কী' বসবে। "তোমার নাম কী?" বাক্যটির উত্তর কিন্তু 'হ্যাঁ' বা 'না' দিয়ে যাবে না, উত্তরে নামটিই বলতে হবে, তাই প্রশ্নটিতে 'কী' বসেছে। (এর বিপরীতে এই বাক্যটি লক্ষ্য করুন - "তোমার নাম কি শিশির?" এর উত্তর কিন্তু শুধুই হ্যাঁ বা না দিয়ে দেয়া যাবে।) যাহোক 'কী' যুক্ত কিছু প্রশ্নবোধক বাক্যের উদাহরণ নিয়ে আসি: (i) তোমার বাবা 'কী' করেন? (ii) তুমি আজ মঞ্চে 'কী' প্রদর্শন করবে? (iii) তুমি আজ দুপুরে 'কী' খেয়েছো? (iv) লোকসঙ্গীত কত প্রকার ও 'কী' 'কী'? (v) কোষ কত প্রকার ও কী কী?
'সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে'- চরণটির লেখক কে?
"সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে আমরা পরের তরে" উক্তিটির লেখক -কামিনী রায়।
কামিনী রায় (জন্মঃ অক্টোবর ১২, ১৮৬৪ - মৃত্যুঃ সেপ্টেম্বর ২৭, ১৯৩৩) একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব। তিনি একসময় "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে লিখতেন।
তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - আলো ও ছায়া (১৮৮৯), নির্মাল্য (১৮৯১), পৌরাণিকী (১৮৯৭), মাল্য ও নির্মাল্য (১৯১৩), অশোক সঙ্গীত (সনেট সংগ্রহ, ১৯১৪), অম্বা (নাট্যকাব্য, ১৯১৫), দীপ ও ধূপ (১৯২৯), জীবন পথে (১৯৩০), অমিত্রাক্ষর ছন্দে রচিত 'মহাশ্বেতা' ও 'পুণ্ডরীক' তার দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। এ ছাড়া ১৯০৫ সালে তিনি শিশুদের জন্য ‘গুঞ্জন’ নামে কবিতা সংগ্রহ ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেন।
‘আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে/ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’
বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর এবং কবি কায়কোবাদ আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি।
কাজী নজরুল ইসলাম রচিত প্রথম গল্পের নাম কি?
নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল।
তন্বিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
তদ্ধিত প্রত্যয় নাম প্রকৃতির সাথে যুক্ত হয়।
'বাবা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
'বাবা' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে
'মনিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ কী?
মণিকাঞ্চন যোগ - বাগধারার সমার্থক বাগধারা - সোনায় সোহাগা।
'যে সকল অত্যাচার সয়ে যায়' তাকে এক কথায় কী বলে?
যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা।
'অভিরাম' শব্দটির অর্থ কী?
'অভিরাম' শব্দটির অর্থ সুন্দর
মুহুর্ত
মুহুর্ত = মুহূর্ত
জিগিশা
জিগিশা = জিগীষা
বীণাপাণি
বীণা পানিতে যার – বহুব্রীহি
আপাদমস্তক
আমরা
উজানের কই
বাগধারাটির অর্থ - সহজলভ্য। যেমন: সে গরীব হতে পারে, তাই বলে সে উজানের কৈ নয়।
তামার বিষ
তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) — তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।
ঝড়ো কাক
ঝড়ো কাক = দুর্দশা গ্রস্ত বা বিপদগ্রস্ত ব্যাক্তি"।
দিনগুলো বেশ কাটছিল আমাদের।
দরিদ্র হলেও তাঁর অন্তঃকরণ অতিশয় উচ্চ।
Who has broken the glasses?
Who has broken the glasses?
= By whom has the glass been broken?
It is impossible to do this.
It is impossible to do this. = It is impossible to be done
Buy me a shirt.
Buy me a shirt. = I am bought a shirt
All his pupils like him.
I know him.
I know him.
= He is known to me.
They are building a new bridge ___ the river.
He divided the mangoes ___ two equal halves.
Do not quarrel ___ this trifling matter.
With
To Have a Disagreement or Argument With Someone:
Having one's duck in a row
Hold water
Hold water = Bear Examination
In the midst of
Pivotal question
a. Repeatation b. Repetition c. Repeatition d. Repitition
Repetition
a. bacalaureate b. baccalaureat c. baccalareate, d. baccalaureate
baccalaureate = বিশ্ববিদ্যালয়ের স্নাতকোপাধি ; ব্যাকালোরিয়েট যা প্রায়শই ফ্রান্সে কথোপকথনে bac নামে পরিচিত, একটি ফরাসি জাতীয় শিক্ষাগত যোগ্যতা যা ছাত্ররা তাদের মাধ্যমিক শিক্ষার সমাপ্তির সময় ( লাইসি- এর শেষে) কিছু প্রয়োজনীয়তা পূরণ করে অর্জন করতে পারে।
a. Conspicuous b. conspecious c. consepicious d. Conspeqous
Conspicuous ( সুস্পষ্ট)
If I had money, I (open) a hospital.
If I had money, I would open a hospital .
More than one person (interest) in the problem given yesterday.
Siblings
Siblings ( ভাইবোন)
A Verbose Speech
Diaspora
Diaspora ( অভিবাসী )
বাংলাদেশে প্রথম জনশুমারি ১৯৭৪ সালে হয়েছিল।
স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, অথবা মৃত্যু (ফরাসি: Liberté, égalité, fraternité, ou la mort!) একটি শ্লোগান। এটি ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিলো।
১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
১০ জানুয়ারি ১৯৭২, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
পৃথিবীর প্রথম কল্যাণকর রাষ্ট্র হিসেবে সাধারণভাবে "সোশ্যালিস্ট রাষ্ট্র" বা "কল্যাণকর রাষ্ট্র" হিসেবে সুইডেনকে ধরা হয়। সুইডেনের কল্যাণকর রাষ্ট্রনীতি ১৯৪০-এর দশক থেকে প্রতিষ্ঠিত হতে শুরু করে এবং এটি সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং অন্যান্য মৌলিক সুবিধার উপর গুরুত্ব দেয়।
তবে, ইতিহাসের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, বিভিন্ন গবেষক এবং বিশেষজ্ঞরা বিভিন্ন সময় ও স্থানের রাষ্ট্রগুলিকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে পারেন। তবে আধুনিক কল্যাণকর রাষ্ট্রের আদর্শ ধারণা ও বাস্তবায়ন প্রথম হিসেবে সুইডেনের নাম উল্লেখ করা হয়।
1 জুলাই 2002 রোম চুক্তি কার্যকর হবার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে। নেদারল্যান্ডের হেগে এর সদর দপ্তর অবস্থিত।