বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) || টেকনিশিয়ান (স্থায়ী পদ)(03-02-2023) || 2024

All

Created: 3 months ago | Updated: 18 hours ago

বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ: আমি, আমরা, তুমি,তোমরা,আপনি,তিনি ,তুই , সে, সব,ইনি,উনি,যে, কে, কী, কারা ইত্যাদি।তাই কী এখানে সর্বনাম পদ।

একইসাথে 'কি' এবং কী এর মধ্যে পার্থক্য :

'কি' এর ব্যবহার: কোনো প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি শুধুই 'হ্যাঁ' (yes) বা 'না' (no) দিয়ে দেয়া যায়, তাহলে ঐ প্রশ্নে 'কি' বসবে। কিছু উদাহরণ দেয়া যেতে পারে: (i) তুমি 'কি' দুপুরে ভাত খেয়েছো? (ii) সে 'কি' তোমাকে সাহায্য করেছিলো? (iii) তোমার বাবা 'কি' বাসায় আছেন? (iv) তোমার নাম 'কি' শিশির?

উপরের এই প্রশ্নগুলোর উত্তর শুধুই হ্যাঁ বা না দিয়ে দেয়া যাবে। আর তাই উপরের প্রতিটি বাক্যেই 'কি' বসেছে।

'কী' এর ব্যবহার: কোনো প্রশ্নের উত্তর যদি 'হ্যাঁ' বা 'না' দিয়ে দেয়া না যায়, উত্তরে যদি কিছু কথা বলার প্রয়োজন পড়ে, তাহলে ঐ প্রশ্নবোধক বাক্যে 'কী' বসবে। "তোমার নাম কী?" বাক্যটির উত্তর কিন্তু 'হ্যাঁ' বা 'না' দিয়ে যাবে না, উত্তরে নামটিই বলতে হবে, তাই প্রশ্নটিতে 'কী' বসেছে। (এর বিপরীতে এই বাক্যটি লক্ষ্য করুন - "তোমার নাম কি শিশির?" এর উত্তর কিন্তু শুধুই হ্যাঁ বা না দিয়ে দেয়া যাবে।) যাহোক 'কী' যুক্ত কিছু প্রশ্নবোধক বাক্যের উদাহরণ নিয়ে আসি: (i) তোমার বাবা 'কী' করেন? (ii) তুমি আজ মঞ্চে 'কী' প্রদর্শন করবে? (iii) তুমি আজ দুপুরে 'কী' খেয়েছো? (iv) লোকসঙ্গীত কত প্রকার ও 'কী' 'কী'? (v) কোষ কত প্রকার ও কী কী?

 

"সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে আমরা পরের তরে" উক্তিটির লেখক -কামিনী রায়।

কামিনী রায় (জন্মঃ অক্টোবর ১২, ১৮৬৪  -  মৃত্যুঃ সেপ্টেম্বর ২৭, ১৯৩৩) একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী ব্যক্তিত্ব। তিনি একসময় "জনৈক বঙ্গমহিলা" ছদ্মনামে লিখতেন।

তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে -  আলো ও ছায়া (১৮৮৯), নির্মাল্য (১৮৯১), পৌরাণিকী (১৮৯৭), মাল্য ও নির্মাল্য (১৯১৩), অশোক সঙ্গীত (সনেট সংগ্রহ, ১৯১৪), অম্বা (নাট্যকাব্য, ১৯১৫), দীপ ও ধূপ (১৯২৯), জীবন পথে (১৯৩০), অমিত্রাক্ষর ছন্দে রচিত 'মহাশ্বেতা' ও 'পুণ্ডরীক' তার দুটি প্রসিদ্ধ দীর্ঘ কবিতা। এ ছাড়া ১৯০৫ সালে তিনি শিশুদের জন্য ‘গুঞ্জন’ নামে কবিতা সংগ্রহ ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেন।
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে/ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’

প্রশ্নগুলোর উত্তর দিন:
3.

বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন?

Created: 3 months ago | Updated: 18 hours ago

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।

Created: 3 months ago | Updated: 18 hours ago

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর এবং কবি কায়কোবাদ আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি।

Created: 3 months ago | Updated: 18 hours ago

নজরুলের প্রথম গদ্য রচনা ছিল "বাউণ্ডুলের আত্মকাহিনী"। ১৯১৯ সালের মে মাসে এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। সৈনিক থাকা অবস্থায় করাচি সেনানিবাসে বসে এটি রচনা করেছিলেন। এখান থেকেই মূলত তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটেছিল।

Created: 3 months ago | Updated: 13 hours ago

তদ্ধিত প্রত্যয় নাম প্রকৃতির সাথে যুক্ত হয়।

Created: 3 months ago | Updated: 18 hours ago

'বাবা' শব্দটি  তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে

Created: 3 months ago | Updated: 18 hours ago

মণিকাঞ্চন যোগ - বাগধারার সমার্থক বাগধারা - সোনায় সোহাগা। 

Created: 3 months ago | Updated: 18 hours ago

যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা।

প্রশ্নগুলোর উত্তর দিন:
10.

'অভিরাম' শব্দটির অর্থ কী?

Created: 3 months ago | Updated: 18 hours ago

'অভিরাম' শব্দটির অর্থ সুন্দর 

অশুদ্ধ বানানগুলি শুদ্ধ করে লিখুন।
11.

মুহুর্ত

Created: 3 months ago | Updated: 20 hours ago

মুহুর্ত = মুহূর্ত

অশুদ্ধ বানানগুলি শুদ্ধ করে লিখুন।
12.

জিগিশা

Created: 3 months ago | Updated: 11 hours ago

জিগিশা = জিগীষা

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
13.

বীণাপাণি

Created: 3 months ago | Updated: 18 hours ago

বীণা পানিতে যার – বহুব্রীহি 

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
14.

আপাদমস্তক

Created: 3 months ago | Updated: 7 hours ago
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
15.

আমরা

Created: 3 months ago | Updated: 1 day ago
বাগধারাগুলি অর্থসহ বাক্য লিখুন:
16.

উজানের কই

Created: 3 months ago | Updated: 1 day ago

বাগধারাটির অর্থ - সহজলভ্য। যেমন: সে গরীব হতে পারে, তাই বলে সে উজানের কৈ নয়।

বাগধারাগুলি অর্থসহ বাক্য লিখুন:
17.

তামার বিষ

Created: 3 months ago | Updated: 19 hours ago

তামার বিষ ( অর্থের কুপ্রভাব ) — তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে।

বাগধারাগুলি অর্থসহ বাক্য লিখুন:
18.

ঝড়ো কাক

Created: 3 months ago | Updated: 7 hours ago

ঝড়ো কাক = দুর্দশা গ্রস্ত বা বিপদগ্রস্ত ব্যাক্তি"।

বাকা পরিবর্তন করুন:
19.

দিনগুলো বেশ কাটছিল আমাদের।

Created: 3 months ago | Updated: 15 hours ago
Created: 3 months ago | Updated: 12 hours ago

Related Sub Categories