বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) || টেকনিশিয়ান (স্থায়ী পদ)(03-02-2023) || 2024

All

বাংলাদেশে প্রথম জনশুমারি ১৯৭৪ সালে হয়েছিল।

স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, অথবা মৃত্যু (ফরাসি: Liberté, égalité, fraternité, ou la mort!) একটি শ্লোগান। এটি ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিলো।

১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়

১০ জানুয়ারি ১৯৭২, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর ' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরেমুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া), বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান ।

পৃথিবীর প্রথম কল্যাণকর রাষ্ট্র হিসেবে সাধারণভাবে "সোশ্যালিস্ট রাষ্ট্র" বা "কল্যাণকর রাষ্ট্র" হিসেবে সুইডেনকে ধরা হয়। সুইডেনের কল্যাণকর রাষ্ট্রনীতি ১৯৪০-এর দশক থেকে প্রতিষ্ঠিত হতে শুরু করে এবং এটি সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং অন্যান্য মৌলিক সুবিধার উপর গুরুত্ব দেয়।

তবে, ইতিহাসের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, বিভিন্ন গবেষক এবং বিশেষজ্ঞরা বিভিন্ন সময় ও স্থানের রাষ্ট্রগুলিকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে পারেন। তবে আধুনিক কল্যাণকর রাষ্ট্রের আদর্শ ধারণা ও বাস্তবায়ন প্রথম হিসেবে সুইডেনের নাম উল্লেখ করা হয়।

1 জুলাই 2002 রোম চুক্তি কার্যকর হবার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে। নেদারল্যান্ডের হেগে এর সদর দপ্তর অবস্থিত

Related Sub Categories