ভাস্কর
ভাস্কর = ভাঃ + কর
সংহার
সংহার = সম + হার
ষড়যন্ত্র
ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র
বৃষ্টি
বৃষ্টি = বৃষ্+তি
অহরহ
অহরহ = অহঃ + অহ
যে রব শুনে এসেছে
যে রব শুনে এসেছে = রবাহুত
যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ
যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল
তল স্পর্শ করা যায় না যার
তল স্পর্শ করা যায় না যার = অতলস্পর্শী
উপকার করতে ইচ্ছুক
উপকার করতে ইচ্চুক = উপচিকীর্ষু
যে নারীর স্বামী বিদেশে থাকে
যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা
চিরুনদাঁতি
চিরুনদাতি = চিরুনির মতো দাঁত যার - মধ্যপদলোপী বহুব্রীহি
সুহৃদ
সুহৃদ = সু হৃদয় যার - বহুব্রীহি
ক্ষণজন্মা
ক্ষণজন্মা = ক্ষণে জন্মে যা - তৎপুরুষ
তুষারশুভ্র
তুষারশুভ্র = তুষারের ন্যায় শুভ্র - উপমান কর্মধারয়
উচ্ছিন্ন
উচ্ছিন্ন = ছিদ্রকে অতিক্রান্ত - অব্যয়ীভাব
তোমার যাওয়া উচিত।
তোমার যাওয়া উচিত। -কর্তায় ৬ষ্ঠী
আমা হতে এ কাজ হবেনা সাধন।
আমা হতে এ কাজ হবেনা সাধন। - কর্তায় ৫মী
দেশের জন্য প্রাণ দাও।
দেশের জন্য প্রাণ দাও। - সম্প্রদানে ৬ষ্ঠী
সকলকে মরতে হবে।
সকলকে মরতে হবে। - কর্তায় ২য়া
বুদ্ধি খাটিয়ে কাজ কর।
বুদ্ধি খাটিয়ে কাজ কর। - কর্মে শূন্য
জগাখিচুড়ি
জগাখিচুড়ি = বিশৃঙ্খল
আঁতে ঘা
আঁতে ঘা = মনে আঘাত দেওয়া
উড়নচন্ডী
উড়নচন্ডী = অমিতব্যয়ী
কংস মামা
কংস মামা = নির্মম আত্মীয়
ছা-পোষা
ছা-পোষা = অত্যন্ত গরিব
স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও স্লোগান দেন।এই স্মার্ট বাংলাদেশ-এর ৪টি মূল ভিত্তি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো:- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে কমপক্ষে সাড়ে ১২ হাজার ডলার। ৩ শতাংশেরও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে, চরম দারিদ্র্য হবে শূন্য। মূল্যস্ফীতি থাকবে ৪ থেকে ৫ শতাংশের মধ্যে। বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে। তখন রাজস্ব ও জিডিপির অনুপাত হবে ২০ শতাংশের ওপরে। বিনিয়োগের হার হবে জিডিপির ৪০ শতাংশ । এ ছাড়া, দেশ শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক হবে।