নিষ্কর
নিষ্কর = নিঃ+ কর
অদ্ভুত
অদ্ভুত = অৎ + ভূত
বনস্পতি
বনস্পতি = বন্ + পতি
অন্বেষণ
অন্বেষণ = অনু +এষণ
বৃষ্টি
বৃষ্টি = বৃষ্ + তি
Smart Bangladesh 2041 is a vision for the future where technology is integrated into every aspect of society to create a prosperous, sustainable, and equitable nation. The plan was unveiled by the government in 2018, with the goal of achieving middle-income status by 2021 and becoming a developed country by 2041. The key pillars of Smart Bangladesh 2041 are innovation, inclusiveness, and sustainability. The plan includes initiatives to digitize government services, improve transportation infrastructure, expand internet access, and promote renewable energy. It also focuses on developing human capital and creating an ecosystem for entrepreneurship and innovation. By leveraging technology, Smart Bangladesh 2041 aims to transform the country's economy, boost productivity and competitiveness, and improve the quality of life for all citizens. The plan is ambitious, but with strategic planning and execution, it has the potential to make Bangladesh a leading player in the global digital economy.
Apple of discord
Apple of discord = বিবাদের বিষয় = The land is the apple of discord between the two brothers.
Burning Question
Burning question = তীব্র বির্তকের বিষয় = He suggests that a person decides on a burning question shortly before drifting off to sleep
At home in
At home in = দক্ষ = He is at home in English
Blue blood
Blue blood = অভিজাত বংশীয় = He is proud of his blue blood.
শুধু বাংলায় অকৃতকার্য হয়েছে (৪২-১৭)% = ২৫%
শুধু ইংরেজিতে অকৃতকার্য হয়েছে (৫২ ১৭)% = ৩৫%
∴ অন্তত এক বিষয়ে অকৃতকার্য হয়েছে (৩৫ + ২৫ + ১৭)%
= ৭৭%
উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে (১০০ – ৭৭)%= ২৩%
উত্তর: ২৩%
মনে করি, ক্রয়মূল্য ১০০ টাকা
৪০% বেশি লেখায় লিখিত মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা
১২% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১২ = ১১২ টাকা
ছাড় দিতে হতো = ১৪০ - ১১২ = ২৮ টাকা
উত্তর: ২৮ টাকা
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. ।
মুক্তিযুদ্ধের সময় নৌপথ ও সমুদ্র এলাকা ১০ নং সেক্টরের অধীনে ছিল
স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ। তা হলো- ১. স্মার্ট সিটিজেন, ২. স্মার্ট সোসাইটি, ৩. স্মার্ট ইকোনমি ও ৪. স্মার্ট গভর্নমেন্ট।
COP-28 সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত হয়
১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা।
বিআরটিসি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে
BIMSTEC এর সদর দপ্তর ঢাকাতে।
বিআরটিসি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদীর তীরে অবস্থিত
বিল, ভাউচার
বিল = বিল হলো কোন সম্পাদিত কার্য এর অথবা মালামাল, সরবরাহের অনুকুলে পাওনা অর্থের দাবি সমেত একটি দলিল।
ভাউচার = ভাউচার হলো এক ধরনের লিখিত দলিল, যা পরিশোধকৃত বিলের টাকার প্রমাণ পত্র হিসেবে রেকর্ডভুক্ত ও সংরক্ষিত থাকে। অন্য কথায় বলা যায়- বিল পরিশোধের পর বিল প্রদানের প্রমাণক হিসেবে যে কাগজপত্রাদি সংরক্ষিত থাকে বা সংরক্ষণ করা হয় তাই ভাউচার।
সম্পদ , দায়
সম্পদ = সম্পত্তি হল ব্যবসায় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন এমন কিছু বস্তু বা উপাদান যা প্রতিষ্ঠানকে ভবিষ্যত সুবিধা প্রদান করে।
দায় = ব্যবসায়ের সম্পত্তির বিপরীতে যে কোন পক্ষের দাবীকেই দায় বলে। তবে সাধারণত দায় বলতে আমরা বহির্দায়কেই বুঝি। আর বহির্দায় হল হল সম্পত্তির। সম্পত্তির বিপরীতে প্রতিষ্ঠানের বহিঃস্থ পক্ষের দাবী ।
উদ্বৃত্ত বাজেট , ঘাটতি বাজেট
উদ্বৃত্ত বাজেট- কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে, সেটাই উদ্বৃত্ত বাজেট। অর্থাৎ, এ বাজেটে ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ বেশি।
ঘাটতি বাজেট = কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাই ঘাটতি বাজেট। সরকার বাজেটের এ ঘাটতি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদান গ্রহণ করে থাকে।
অনাদায়ী রাজস্ব , বকেয়া ব্যয়
অনাদায়ী রাজস্ব = সর্বাত্মক চেষ্টা চালিয়ে দেনাদারের নিকট হতে যে পরিমাণ অর্থ আদায় করা যাবে না, তাকে অনাদায়ী রাজস্ব বলে।
বকেয়া ব্যয় = যে খরচ সংঘটিত হয়েছে কিন্তু নগদে প্রদান করা হয়নি তাকে বকেয়া ব্যয় বলে।
প্রত্যক্ষ খরচ , পরোক্ষ খরচ
প্রত্যক্ষ খরচ= যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে প্রত্যক্ষ খরচ বা ব্যয় বলে। বেতন, প্রদত্ত বাট্টা, প্রদত্ত কমিশন, প্রদত্ত ভাড়া, প্রদত্ত সুদ, মূলধনের সুদ, ব্যাংক ঋনের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ (ব্যাংক সুদ নয় কিন্তু), বন্ধকী ঋনের সুদ, গৃহিত ঋনের সুদ,।
পরোক্ষ খরচ = অপ্রত্যক্ষ উপাদান এবং অপ্রত্যক্ষ মজুরি ব্যতীত যে কোনও ব্যয়, যা কোনও নির্দিষ্ট ব্যয় কেন্দ্রে সুস্পষ্টভাবে বরাদ্দ করা যায় না, তাকে পরোক্ষ খরচ বা ব্যয় বলা হয়।ক্রয় হিসাব, ক্রয়ফেরত হিসাব বা বহিঃ হিসাব, মজুরী, মজুরি-বেতন, ক্রয় পরিবহন বা অন্তঃপরিবহন, জাহাজভাড়া বা জলযান ভাড়া, আমদানি শুল্ক, তাপ-গ্যাস-পানি-বিদ্যুৎ, নগদ শুল্ক, ডাক চার্জ, রয়েলিটি, বিশেষ প্যাকিং খরচ।