একটি পরীক্ষায় শতকরা ৪২ জন বাংলায় এবং ৫২ জন ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি শতকরা ১৭ জন উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজনে কৃতকার্য হয়?
এক কুড়ির ১২ অংশ = কতটি?
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
৭০ এর ৫০% = কত?
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1 ; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 16 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করুন।
কোন আসল ৩ বছরে সুদে–আসলে ১৪৫২ টাকা এবং ৫ বছরের সুদে–আসলে ১৬২০ টাকা হয়। আসল ও সুদের হার বের করুন।