কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে ১৫, ১৮, ২১ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে।
একটি পরীক্ষায় শতকরা ৪২ জন বাংলায় এবং ৫২ জন ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি শতকরা ১৭ জন উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজনে কৃতকার্য হয়?
x2 - 3x + 1 = 0 হলে, x3 + 1x3 এর মান কত?
একটি বষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ ৪২ সে.মি., ৩৪ সে.মি. এবং ২০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?