বিল, ভাউচার
বিল = বিল হলো কোন সম্পাদিত কার্য এর অথবা মালামাল, সরবরাহের অনুকুলে পাওনা অর্থের দাবি সমেত একটি দলিল।
ভাউচার = ভাউচার হলো এক ধরনের লিখিত দলিল, যা পরিশোধকৃত বিলের টাকার প্রমাণ পত্র হিসেবে রেকর্ডভুক্ত ও সংরক্ষিত থাকে। অন্য কথায় বলা যায়- বিল পরিশোধের পর বিল প্রদানের প্রমাণক হিসেবে যে কাগজপত্রাদি সংরক্ষিত থাকে বা সংরক্ষণ করা হয় তাই ভাউচার।
সম্পদ , দায়
সম্পদ = সম্পত্তি হল ব্যবসায় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন এমন কিছু বস্তু বা উপাদান যা প্রতিষ্ঠানকে ভবিষ্যত সুবিধা প্রদান করে।
দায় = ব্যবসায়ের সম্পত্তির বিপরীতে যে কোন পক্ষের দাবীকেই দায় বলে। তবে সাধারণত দায় বলতে আমরা বহির্দায়কেই বুঝি। আর বহির্দায় হল হল সম্পত্তির। সম্পত্তির বিপরীতে প্রতিষ্ঠানের বহিঃস্থ পক্ষের দাবী ।
উদ্বৃত্ত বাজেট , ঘাটতি বাজেট
উদ্বৃত্ত বাজেট- কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে, সেটাই উদ্বৃত্ত বাজেট। অর্থাৎ, এ বাজেটে ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ বেশি।
ঘাটতি বাজেট = কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাই ঘাটতি বাজেট। সরকার বাজেটের এ ঘাটতি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদান গ্রহণ করে থাকে।
অনাদায়ী রাজস্ব , বকেয়া ব্যয়
অনাদায়ী রাজস্ব = সর্বাত্মক চেষ্টা চালিয়ে দেনাদারের নিকট হতে যে পরিমাণ অর্থ আদায় করা যাবে না, তাকে অনাদায়ী রাজস্ব বলে।
বকেয়া ব্যয় = যে খরচ সংঘটিত হয়েছে কিন্তু নগদে প্রদান করা হয়নি তাকে বকেয়া ব্যয় বলে।
প্রত্যক্ষ খরচ , পরোক্ষ খরচ
প্রত্যক্ষ খরচ= যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে প্রত্যক্ষ খরচ বা ব্যয় বলে। বেতন, প্রদত্ত বাট্টা, প্রদত্ত কমিশন, প্রদত্ত ভাড়া, প্রদত্ত সুদ, মূলধনের সুদ, ব্যাংক ঋনের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ (ব্যাংক সুদ নয় কিন্তু), বন্ধকী ঋনের সুদ, গৃহিত ঋনের সুদ,।
পরোক্ষ খরচ = অপ্রত্যক্ষ উপাদান এবং অপ্রত্যক্ষ মজুরি ব্যতীত যে কোনও ব্যয়, যা কোনও নির্দিষ্ট ব্যয় কেন্দ্রে সুস্পষ্টভাবে বরাদ্দ করা যায় না, তাকে পরোক্ষ খরচ বা ব্যয় বলা হয়।ক্রয় হিসাব, ক্রয়ফেরত হিসাব বা বহিঃ হিসাব, মজুরী, মজুরি-বেতন, ক্রয় পরিবহন বা অন্তঃপরিবহন, জাহাজভাড়া বা জলযান ভাড়া, আমদানি শুল্ক, তাপ-গ্যাস-পানি-বিদ্যুৎ, নগদ শুল্ক, ডাক চার্জ, রয়েলিটি, বিশেষ প্যাকিং খরচ।