কম্পিউটার BIOS কী?
BIOS হলো বেসিক ইনপুট আউ্টপুট সিস্টেম (Basic Input Output System) এর সংক্ষিপ্ত । একটি রম চীপের ফার্মওয়্যার যাতে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে। একটি চীপ আকারে মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। সফটওয়্যারটি মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান প্রদান করে থাকে।
MS word-এ Select All এর শর্টকাট কমান্ড কী?
MS word-এ Select All এর শর্টকাট কমান্ড হলো Ctrl + A
MS Access কি ধরণের প্যাকেজ প্রোগ্রাম?
Ms Access একটি ডেটাবেস প্যাকেজ প্রোগ্রাম।
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
লেজার প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম।
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কী?
মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বলে।
GPS এর পূর্ণরূপ কী?
GPS এর পূর্ণরূপ = Global Positioning System
অফিস অটোমেশন কী?
অফিস অটোমেশন হলো বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে (যেমন- কম্পিউটার, টেলিযোগাযোগ, ই- মেইল ইত্যাদি) এর কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা।
Virtual reality কী?
কম্পিউটার যন্ত্রের সহায়তা নিয়ে প্রকৃতপক্ষে অবাস্তব, অথচ বাস্তবের আবহ সৃষ্টি করে ব্যবহারকারীকে কল্পনানির্ভর এক ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপন করার প্রক্রিয়াকে virtual reality বলে।
Cyber crime কী?
তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
ই-কমার্স (E-Commerce) কী?
কম্পিউটার গণনার একক কোনটি?
কম্পিউটার গননার একক হচ্ছে বাইট।
ChatGPT কী?
চ্যাটজিপিটি (ChatGPT) হলো একটি AI-চালিত চ্যাটবট যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে, যা মানুষের মতো কথোপকথন ক্ষমতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।
SSD কী?
(SSD বা Solid Storage Drivers) হলো আধুনিক যুগের স্টোরেজ ডিভাইস যা সাধারণত কম্পিউটারে ব্যবহৃত হয়। এসএসডিগুলি ফ্ল্যাশ-ভিত্তিক মেমরি ব্যবহার করে, যা প্রচলিত যান্ত্রিক হার্ড ডিস্কের তুলনায় অনেক দ্রুতগতিতে কাজ করে।
IP address কী?
Function Key কী এবং এর অন্যূন ৭টি ব্যবহার লিখুন
কীবোর্ড এর একেবারে উপরের অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত মোট বারটি কী-কে একত্রে ফাংশন কী বলে।
ফাংশন কি এর ৭ টি ব্যবহার:-
F1
সাহায্যকারী (help) কী হিসেবে ব্যবহৃত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘help’ চলে আসে। এছাড়াও F1 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার আছে যেমন,
F2
কোনো ফাইল বা ফোল্ডারের (file or folder ) নাম বদলের জন্য (Rename) করতে এই কী ব্যবহার করা হয়। F2 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
F3
মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। F3 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
F4
ওয়ার্ডের last action পুনরায় Repeat করে। F4 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম (program window) বন্ধ করা হয়।
F5
মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি প্রোগ্রামকে Refresh করা হয়।F5 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
F6
এই ফাংশন কী দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস (Address bar) বারে বা সার্চ বারে নিয়ে যাওয়া যায়। এছাড়া F6 ফাংশন কী এর ব্যবহার যেমন,
F7
সাধারণত মাইক্রোসফট্ ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ভুল সংশোধন করা যায়।F7 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,
Virus Firewall বলতে কী বুঝেন? Task Manager এর কাজ কী?
একাধিক ফাইল একসাথে মেইল করার এবং প্রাপ্তির পর উক্ত ফাইল পাঠ করার পদ্ধতি কী? Google ছাড়া দুইটি সার্চ ইঞ্জিন-এর নাম লিখুন।