বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট || কম্পিউটার অপারেটর (15-02-2024) || 2024

All

ভাব সম্প্রসারণ:- স্বদেশ প্রেম মানুষের একটি উত্তম আদর্শ। যার মধ্যে স্বদেশ প্রীতি নেই সে মানুষ হয়েও পশতুল্য।

 

মানুষ যেমন জন্ম থেকে মায়ের উপর নির্ভরশীল থাকে তেমনি সে দেশের উপর নির্ভরশীল থাকে। মা যেমন সন্তানের সকল চাহিদা মেটায়, দেশ ও তেমনি মানুষের মৌলিক চাহিদা মেটায়। দেশের আলো, বাতাস, হাওয়া, খাবার, পানি ইত্যাদি পেয়ে মানুষ বড় হয়ে ওঠে। তাই মায়ের সঙ্গে দেশের সরাসরি তুলনা করা যায়। একজন সন্তানের মাঝে মাকে ভালোবাসা যেমন একটি সহজাত প্রবৃত্তি তেমনি ভালোবাসা ও জন্মগত প্রবৃত্তি। সেই থেকেই মানুষের মধ্যে গড়ে ওঠে স্বদেশপ্রেম। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ দেশের জন্য নিজের জীবন বাজি রাখে এবং জীবন দিতেও প্রস্তুত থাকে। মানুষ দেশকে অবজ্ঞা করে সে কখনো দেশের উপযুুক্ত নাগরিক হয়ে উঠতে পারেনা। মানুষের মাঝে মনুষত্ববোধ থাকে না। কেননা দেশকে ভালো না বাসার মানে হলো দেশের অবদানকে অস্বীকার করা। যারা স্বদেশপ্রেমী নয় তারা নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করে দিতেও কুণ্ঠিত হবে না। তাদের মাঝে মনুষত্ববোধ বলতে কিছু নেই। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। পৃথিবীর শ্রেষ্ঠ মানবেরা সকলেই দেশপ্রেমিক ছিলেন। বিশ্বের শ্রেষ্ঠ মহামানব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মক্কা থেকে হিজরত করার সময় বারবার ফিরে তাকাচ্ছিলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, “আমাকে যদি আমার লোকেরা বিতাড়িত না করতো তাহলে আমি কোনদিন তোমাকে ছেড়ে যেতাম না।” ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই মানুষ নিজের জীবন অকাতরে বিসর্জন দিয়েছে। তাই তারা চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

যারা বাংলাদেশের অকল্যাণ করে নিজের স্বার্থের জন্য তারা পশুর চেয়েও অধম। পশু এবং তাদের মাঝে পার্থক্য শুধুমাত্র আকৃতিতে। কান ধরে যারা দেশ প্রেমিক তা তাদের কর্মের মাধ্যমে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকে।

Related Sub Categories