সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা || স্বাস্থ্য সহকারী/স্টোর কিপার/পরিসংখ্যানবিদ (23-02-2024) || 2024

All

EPI এর পূর্ণরূপ হলো "Expanded Program on Immunization" অথবা "এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন"। এটি একটি সরকারি প্রোগ্রাম যা শিশু এবং গর্ভবতী মা দের প্রতি প্রদান করা হয় নির্দিষ্ট টিকা দ্বারা। এই প্রোগ্রামের মূখ্য উদ্দেশ্য হলো মানব শারীরিক রোগের প্রতিরোধ বা ইমিউনিটি তৈরি করতে এবং প্রতিরোধ করতে সাহায্য করতে।

বর্তমানে বাংলাদেশে EPI এর অন্তর্ভুক্ত টিকা গুলি হলো:

১) বি সি জি (BCG) টিকা: নবজাতক শিশুদের টিকা, যা টিউবারকুলোসিস (টিবি) নামক রোগের বিরোধী শক্তি তৈরি করতে সাহায্য করে।

২) ডিপিটি (DPT) টিকা: ডিপিটি টিকা তিনটি রোগের (ডিপিটি - ডিফথেরিয়া, পারটুসিস, টেটানাস) বিরোধী শক্তি তৈরি করে।

৩) হেপাটাইট-বি (HepB) টিকা: হেপাটাইট-বি ভাইরাসের বিরোধী শক্তি তৈরি করে এবং হেপাটাইট-বি ভাইরাসের সংক্রমণ থেকে বাচার জন্য এই টিকা দেওয়া হয়।

৪) পলিও (OPV) টিকা: পলিও ভাইরাস থেকে বাচার জন্য দেওয়া হয়।

৫) মিশ্রিত টিকা (MR) টিকা: এটি মামসবাড়ি রোগ এবং হাস্পাতালের হজম টি যোগদান করে, তাদেরকে মিশ্রিত টিকা দিয়ে সুরক্ষিত করতে সাহায্য করে।

এই টিকা প্রোগ্রাম দ্বারা বাচ্চাদের মধ্যে এই রোগের বিরোধী শক্তি তৈরি করে এবং জীবন শৈলী সুরক্ষিত করতে সাহায্য করে।

মুজিব বাহিনী যুবকদের নিয়ে গঠিত হয়েছিল

বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম সিটিসেল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ২২ মার্চ ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেন

রাজা সীতারাম রায়ের প্রাসাদ মাগুরা জেলায় ও মধুমতী নদীর তীরে অবস্থিত

Created: 1 month ago | Updated: 1 week ago

Google এর প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই বিন

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ ভারত ও জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ছোট  দেশ ভ্যাটিকান সিটি

কম্পিউটারের স্থায়ী স্মৃতি কে রম বলে

ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশের নাম ভুটান

Created: 1 month ago | Updated: 1 week ago

UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees

Related Sub Categories