সকল বিষয়

সংশয় = প্রত্যয়

বাংলা ভাষার উৎপত্তি : 

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, গৌড়ী প্রাকৃত থেকে। জর্জ গ্রিয়ারসন ও ড. সুনীতিকুমারের মতে, মাগধী প্রাকৃত থেকে।

বিদ্বান = বিদুষী

'আপনাকে কেন্দ্র করে যার চিন্তা' = আত্মকেন্দ্রিক

পিপিলিকা = পিপীলিকা

ইতি+আদি = ইত্যাদি

আশীর্বাদ = আশীঃ+বাদ

নদীতে মাছ আছে = অধিকরণ কারকে ৭মী বিভক্তি

যা অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ

পালের গোদা (দলপতি): অন্যদের পরিচালনা করতে পালের গোদাদের খুবই চৌকষ হতে হয়।

Created: 3 months ago | Updated: 13 hours ago

Baby = Babies

আমি সাঁতার কাটতে জানি না। 

= I don't know how to swim.

মেয়েটিকে কাঁদতে দেখলাম। 

= I saw the girl crying.

অল্প বিদ্যা ভয়ংকরী। 

= A little learning is a dangerous thing.

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। 

= The patient had died before the doctor came.

আমি গরুর মাংস খেতে চাই। 

= I want to eat beef.

He writes with the/a pen.

Only graduates are eligible for this post.

Created: 3 months ago | Updated: 14 hours ago

Birds fly in the sky.

Created: 3 months ago | Updated: 1 day ago

Fill in the blank: He is an M.A.

মোট দূরত্ব = ১০০ মিটার

∴ ৪ মিটার অন্তর গাছ লাগালে গাছের সংখ্যা হবে   +  =  + =  টি

৮.৫ টাকা সুদ হয় ১ বছরে ১০০ টাকায়।

১ টাকা সুদ হয় ১ বছরে ১০০/৮.৫ টাকায়।

২৫৫০ টাকা সুদ হয় ১ বছরে ১০০*২৫৫০/৮.৫ টাকায়।

২৫৫০ টাকা সুদ হয় ৬ বছরে ১০০*২৫৫০/(৮.৫*৬) টাকায় = ৫০০০ টাকায়।

পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা - ১০০০০

চার অঙ্কের বৃহত্তম সংখ্যা - ৯৯৯৯

তাহলে,

১০০০০ - ৯৯৯৯ = ১

১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা

১ টাকার ১ বছরের সুদ = ৬/১০০ টাকা

৪৫০ টাকার ১ বছরের সুদ = (৬×৪৫০)/১০০ টাকা

= ২৭ টাকা

সুদ - আসল = ৫৫৮ টাকা

∴ সুদ = (৫৫৮ - ৪৫০) = ১০৮ টাকা

 

২৭ টাকা সুদ হয় = ১ বছরে

১ টাকা সুদ হয় = ১/২৭ বছরে

১০৮ টাকা সুদ হয় = (১×১০৮)/২৭ বছরে

= ৪ বছরে (Ans:)

৩০% লাভে,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৩০ টাকা।

" ১ " " " ১৩০/১০০ টাকা।

∴ " ১৫০ " " " (১৩০× ১৫০)/১০০টাকা

= ১৯৫ টাকা।

১ + ২ + ৩ + . . . . . . . . . . . .  + ২৩ = ? 

এখানে, ১ম পদ, a = ১; সাধারণ অন্তর, d = ২ - ১ = ১; এবং n = ২৩

∴ ২৩তম পদের সমষ্টি = n  a  n +  d = n  ×  +  +    = n  +  =  ×  =  ×  = 

গরুটির ক্রয়মূল্য =× 

= ৫০০০ টাকা

Created: 3 months ago | Updated: 2 days ago

এক সরলকোণ = ১৮০°

দেয়া আছে, x  +  1x = 2x2  +  1x = 2x2 - 2x  +  1 = 0(x - 1)2 = 0x - 1 = 0.'. x = 1

ধরি, পুত্রের বয়স x বছর

পিতার " ৩x "

x + ৩x = ৮০

= > ৪x = ৮০

= > x = ৮০/৪

x = ২০

পিতার বয়স = (৩ × ২০) বছর = ৬০ বছর

Created: 3 months ago | Updated: 2 days ago

Google হল একটি ওয়েব সার্চ ইঞ্জিন 

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১৫৩টি ধারা রয়েছে

বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর

বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম হাড়িয়াভাঙ্গা

Created: 3 months ago | Updated: 2 days ago

WTO এর পূর্ণাঙ্গ রূপ World Trade Organization (বিশ্ব বাণিজ্য সংস্থা)

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে

Created: 3 months ago | Updated: 2 days ago

SFDF এর পূর্ণাঙ্গ রূপ Small Farmers Development Foundation

নারায়ণগঞ্জকে 'প্রাচ্যের ড্যান্ডি' বলা হয়

বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম বেনাপোল স্থলবন্দর, যশোর

Created: 3 months ago | Updated: 1 day ago

NID এর পূর্ণাঙ্গ রূপ National Identity Card

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ফ্রান্সের সহায়তায় নির্মিত হয়েছে

মাকসুদুল আলম সর্বপ্রথম পাটের জিন আবিস্কার করেন 

Created: 3 months ago | Updated: 1 day ago
সংক্ষিপ্ত টিকা লিখুন:
45.

ঐতিহাসিক ৭ই মার্চ।

Created: 3 months ago | Updated: 16 hours ago
Created: 3 months ago | Updated: 1 day ago

তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়া জাত পণ্য, ওষুধ, বাইসাইকেল, প্লাস্টিক পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য ইত্যাদি

Created: 3 months ago | Updated: 1 day ago

ডেঙ্গু রোগে রক্তের প্লাটিলেট বা অণুচক্রিকা উপাদান হ্রাস পায়

ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি রোগ হয়

Created: 3 months ago | Updated: 17 hours ago

রক্তের গ্রুপ ৪ প্রকার। সেগুলো হলো- 'এ', 'বি', 'এবি' আর 'ও'। 

প্রত্যেকটি রক্তের গ্রুপ আবার দুভাগে বিভক্ত 'পজেটিভ' এবং 'নেগেটিভ'। অর্থাৎ, সব মিলিয়ে মানুষের শরীরে মোট আট রকমের রক্ত পাওয়া যায়। সেগুলো হল, 'এ পজেটিভ', 'এ নেগেটিভ', 'বি পজেটিভ', 'বি নেগেটিভ', 'ও পজেটিভ', 'ও নেগেটিভ', 'এবি পজেটিভ' ও 'এবি নেগেটিভ'।

হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস

হীরক হচ্ছে পকৃতিতে সব চেয়ে শক্ত পদার্থ ।

 

ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার করা হয়

কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলা হয়

Related Sub Categories