ডেঙ্গু রোগে রক্তের প্লাটিলেট বা অণুচক্রিকা উপাদান হ্রাস পায়

ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি রোগ হয়

Created: 3 months ago | Updated: 17 hours ago

রক্তের গ্রুপ ৪ প্রকার। সেগুলো হলো- 'এ', 'বি', 'এবি' আর 'ও'। 

প্রত্যেকটি রক্তের গ্রুপ আবার দুভাগে বিভক্ত 'পজেটিভ' এবং 'নেগেটিভ'। অর্থাৎ, সব মিলিয়ে মানুষের শরীরে মোট আট রকমের রক্ত পাওয়া যায়। সেগুলো হল, 'এ পজেটিভ', 'এ নেগেটিভ', 'বি পজেটিভ', 'বি নেগেটিভ', 'ও পজেটিভ', 'ও নেগেটিভ', 'এবি পজেটিভ' ও 'এবি নেগেটিভ'।

হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস

হীরক হচ্ছে পকৃতিতে সব চেয়ে শক্ত পদার্থ ।

 

ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহার করা হয়

কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলা হয়

Related Sub Categories