পর্চাঃ খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে দেয়া হয় তাই পর্চা।
খতিয়ানঃ মৌজাই এক বা একাধিক মালিকের জমির বিবরন যে নির্ধারিত ফরমে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিতকরা হয়, এ ফরমকে খতিয়ান বলে।
কোণ পরিমাপের জন্য বক্স সেক্সট্যান্ট ব্যবহৃত হয়।
১। থিউডোলাইট, ২। প্লেনটেবিল, ৩। টোটালস্টেশন, ৪। বক্স সেক্সট্যান্ট
মানচিত্র ও নকশার মধ্যে পার্থক্যঃ-
তুলনার বিষয় | নকশা | মানচিত্র |
ব্যবহৃত স্কেল | বড় স্কেল | ছোট স্কেল |
এলাকার বিস্তৃতি | স্বল্প পরিসর | বিস্তীর্ণ এলাকা |
বস্তুর অবস্থান | নিখুঁত অবস্থান | প্রতীকী অবস্থান |
পৃথিবীর বক্রতা | বিবেচ্য নয় | বিবেচ্য |
মাত্রিকতা | দ্বিমাত্রিক | হতে পারে দ্বিমাত্রিক / ত্রিমাত্রিক |
শিকল অতিরিক্ত লম্বা হওয়ার কারণ
ক. শিকলের জয়েন্ট ক্ষয় হলে,
খ. শিকলের জয়েন্ট খুলে গেলে ।
একটি মৌজা নকশায় যে সব তথ্য উল্লেখ করা হয়ঃ- ১. জেলার নাম, ২. থানার নাম, ৩. মৌজার নাম ৪. স্কেল, ৫. দিক, ৬. সাংকেতি চিহ্ন ৭. জেএল নম্বর, ৮. দাগ নম্বর।
BM
BM = Bench mark
RL
RL = Reduced Level
CS
CS = Cadastral Survey.
MSL
MSL = Mean Sea Level.
ভূমি জরিপ চার প্রকার। যথা- ক) ভূ-সংস্থানিক জরিপ খ) কিস্তোয়ার জরিপ গ) নগর জরিপ ঘ) প্রকৌশল জরিপ
প্রকৌশল ও গান্টার্স শিকলের এক লিঙ্কের পার্থক্য পার্থক্য ৪.০৮ ইঞ্চি।
পাকা দালান
কাঁচা রাস্তা
বৈদ্যুতিক লাইন
রেল সেতু