১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কী? অভিযানের পরিকল্পনাকারী কে ছিলেন?
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিলো অপারেশন সার্চলাইট। অভিযানের পরিকল্পনাকারী মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।
বাংলাদেশের সংবিধানে উল্লিখিত ২টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন।
বাংলাদেশের সংবিধানে উল্লিখিত ২টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম হলো সরকারী কর্ম কমিশন ও নির্বাচন কমিশন।
নীলদর্পণ নাটকের পটভূমি ও এর রচয়িতার নাম কী?
নীলদর্পণ (১৮৬০) নাটকের পটভূমি হলো বাংলার কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতন। এর রচয়িতা দীনবন্ধু মিত্র।
'ECNEC' এর পূর্ণরূপ কী? 'ECNEC' (একনেক) সভায় কে সভাপতিত্ব করেন?
ECNEC- Executive Committee of National Economic Council. ECNEC (একনেক) সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
'হুথি' কোন দেশের স্বাধীনচেতা গোষ্ঠি?
'হুথি' ইয়েমেনের স্বাধীনচেতা গোষ্ঠী।
মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টি ও কী কী?
মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ ২টি। যথা: তুরস্ক, ইরান।
কাজী নজরুল ইসলাম রচিত ২টি গল্পগ্রন্থের নাম লিখুন।
কাজী নজরুল ইসলাম রচিত ২টি গল্পগ্রন্থ হলো: ব্যথার দান ও রিক্তের বেদন ।
টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? এতে কয়টি দেশ অংশগ্রহণ করবে?
টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ২০২৪ অনুষ্ঠিত হবে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এতে ২০টি দেশ অংশগ্রহণ করবে।
কম্পিউটারের র্যাম (RAM) ও রম (ROM) এর মধ্যে পার্থক্য কী?
RAM হলো অস্থায়ী মেমোরি। বিদ্যুৎ গেলে এর সকল তথ্য মুছে যায়। অন্যদিকে, ROM হলো স্থায়ী মেমোরি। বিদ্যুৎ গেলেও এর তথ্য মুছে যায় না।
মানবদেহে রক্তের কাজ কী?
মানব দেহে রক্তের কাজ নিম্নরূপ:
ক. অক্সিজেন পরিবহন করা
খ. খাদ্যসার পরিবহন করা
গ. তাপের সমতা রক্ষা করা
ঘ. বর্জ্য পদার্থ নিষ্কাশন করা
ঙ. হরমোন পরিবহন করা।