বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট বিভাগ) || অফিস সহকারী (30-03-2024) || 2024

All

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিলো অপারেশন সার্চলাইট। অভিযানের পরিকল্পনাকারী মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।

Created: 3 months ago | Updated: 3 days ago

বাংলাদেশের সংবিধানে উল্লিখিত ২টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম হলো সরকারী কর্ম কমিশন ও নির্বাচন কমিশন।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
3.

নীলদর্পণ নাটকের পটভূমি ও এর রচয়িতার নাম কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

নীলদর্পণ (১৮৬০) নাটকের পটভূমি হলো বাংলার কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতন। এর রচয়িতা দীনবন্ধু মিত্র।

Created: 3 months ago | Updated: 1 day ago

ECNEC- Executive Committee of National Economic Council. ECNEC (একনেক) সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
5.

'হুথি' কোন দেশের স্বাধীনচেতা গোষ্ঠি?

Created: 3 months ago | Updated: 2 days ago

'হুথি' ইয়েমেনের স্বাধীনচেতা গোষ্ঠী।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
6.

মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টি ও কী কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ ২টি। যথা: তুরস্ক, ইরান।

Created: 3 months ago | Updated: 1 day ago

কাজী নজরুল ইসলাম রচিত ২টি গল্পগ্রন্থ হলো: ব্যথার দান ও রিক্তের বেদন । 

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ২০২৪ অনুষ্ঠিত হবে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এতে ২০টি দেশ অংশগ্রহণ করবে।

Created: 3 months ago | Updated: 1 day ago

RAM হলো অস্থায়ী মেমোরি। বিদ্যুৎ গেলে এর সকল তথ্য মুছে যায়। অন্যদিকে, ROM হলো স্থায়ী মেমোরি। বিদ্যুৎ গেলেও এর তথ্য মুছে যায় না।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
10.

মানবদেহে রক্তের কাজ কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

মানব দেহে রক্তের কাজ নিম্নরূপ: 

ক. অক্সিজেন পরিবহন করা 

খ. খাদ্যসার পরিবহন করা 

গ. তাপের সমতা রক্ষা করা 

ঘ. বর্জ্য পদার্থ নিষ্কাশন করা 

ঙ. হরমোন পরিবহন করা।

Related Sub Categories