বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট বিভাগ) || অফিস সহকারী (30-03-2024) || 2024

All

Created: 3 months ago | Updated: 1 day ago

মূলভাব : বংশে নয় কর্মেই মানুষের বড় পরিচয়।
সম্প্রসারিত-ভাব : অতীত গৌরব, বংশ মর্যাদা আর আভিজাত্যের অহংকার মানুষকে বড় করে না। মানুষ তার নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে হয়৷ অতীতকে নিয়ে গৌরব করার প্রবণতা মানুষকে স্বাপ্নিক করে। বাস্তবকে অস্বীকার করে কল্পচারী হয় মানুষ। বংশ মর্যাদা আর আভিজাত্য মানুষের ভিতরকার মানবিক গুণাবলিকে হ্রাস করে। মনের মধ্যে
উঁচু নিচু ভেদাভেদ ও শ্রেণী বৈষ্যম্য সৃষ্টি করে এবং মানুষকে মানুষ হিসাবে সম্মানিত না বা স্বীকৃতি দেয়, দরিদ্রকে ঘৃণা, নীচুকে অবহেলা করার প্রবণতা সৃষ্টি করে। কিন্তু সব মানুষই এক সৃষ্টিকর্তার হাতে গড়া  জীবনের চাহিদা, অধিকার সকলের সমান। সমাজে সাধারণ বলে, অর্থহীন বলে যে  অপাংক্তেয় হয়ে রইবে -এ বিশ্বাস যার মধ্যে আছে তিনি সত্যিকার মানুষ নন। মানুষের সত্যিকার প্রতিষ্ঠা তার কর্মে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যারা পৃথিবীকে বাসযোগ্য
করে তুলেছেন, মানব কল্যাণে যারা জীবন বিলিয়ে দিয়েছেন তাদের মধ্যে অনেকেই বংশ মর্যাদায় ছোট হতে পারে কিন্তু স্বীয় কৰ্মই তাকে প্রতিষ্ঠিত করেছে। তিনি মানব পূজারী, তিনি কীর্তিমান। কীর্তিমানের মৃত্যু নেই। বংশ থেকে কর্ম বড়। কর্মে যে বড় তার বংশও  তখন মানুষের নিকট বড় মনে হয়। কর্মে ছোট হলে, বড় বংশীও বড় হয় না।

ভাব সম্প্রসারণ করুন: (যে কোনো ১টি):
2.

জীবনের জন্য মৃত্যু, মৃত্যুর জন্য জীবন নয়।

Created: 3 months ago | Updated: 1 day ago

Social media has become an essential part of modern society, offering us an easy way to communicate with others, connect with new people and share information. However, it has also been observed that social media has many negative effects on society. Spread of misinformation is one of the negative sides of social media. Social media has become a breeding ground for spreading false information. With fake news and rumors easily shared across various social media platforms, people are often misguided, leading to confusion, distrust and chaos

অনুবাদ: সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যদের সাথে যোগাযোগ, নতুন নতুন লোকজনের সাথে সম্পর্ক স্থাপন এবং তথ্য আদান-প্রদান করার একটি সহজ পদ্ধতি/ মাধ্যম সরবরাহের মধ্য দিয়ে আধুনিক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে সমাজে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। ভুল/মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া সোশ্যাল মিডিয়ার একটি অন্যতম নেতিবাচক দিক। এটি মিথ্যা তথ্য ছড়ানোর আঁতুরঘরে পরিণত হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সহজেই শেয়ারকৃত ভুয়া সংবাদ এবং গুজবের দ্বারা জনগণ প্রায়ই বিভ্রান্ত হয়, যা তাদেরকে অনিশ্চিয়তা, অবিশ্বাস এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দেয়।

বাক্য শুদ্ধ করে লিখুন: (যেকোনো ৫টি):
4.

তিনি আসামীর বিরুদ্ধে সাক্ষী দিলেন।

Created: 3 months ago | Updated: 19 hours ago

তিনি আসামীর বিরুদ্ধে সাক্ষী দিলেন। 

= তিনি আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।

বাক্য শুদ্ধ করে লিখুন: (যেকোনো ৫টি):
5.

আবশ্যকীয় ব্যায়ে কার্পণ্যতা অনুচিত।

Created: 3 months ago | Updated: 11 hours ago

আবশ্যকীয় ব্যায়ে কার্পণ্যতা অনুচিত। 

= আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।

বাক্য শুদ্ধ করে লিখুন: (যেকোনো ৫টি):
6.

ছেলেটি অহর্নিশি তার মাকে জালাতন করে।

Created: 3 months ago | Updated: 11 hours ago

ছেলেটি অহর্নিশি তার মাকে জালাতন করে। 

= ছেলেটি অহর্নিশ তার মাকে জ্বালাতন করে।

Created: 3 months ago | Updated: 9 hours ago

তার দারিদ্র্যতার কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। 

= তার দারিদ্র্যে কষ্ট পেয়েছি আর সৌজন্যে মুগ্ধ হয়েছি।

বাক্য শুদ্ধ করে লিখুন: (যেকোনো ৫টি):
8.

ষষ্টদশতম প্রতিযোগীতায় সে পুরস্কৃত হয়েছে।

Created: 3 months ago | Updated: 1 day ago

ষষ্টদশতম প্রতিযোগীতায় সে পুরস্কৃত হয়েছে। 

= ষোড়শ প্রতিযোগিতায় সে পুরস্কৃত হয়েছে।

বাক্য শুদ্ধ করে লিখুন: (যেকোনো ৫টি):
9.

আপনি স্বপরিবারে ও সবান্ধবে আমন্ত্রিত।

Created: 3 months ago | Updated: 9 hours ago

আপনি স্বপরিবারে ও সবান্ধবে আমন্ত্রিত। 

= আপনি সপরিবার ও সবান্ধব আমন্ত্রিত।

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন: (যেকোনো ৫টি):
10.

সুলুক সন্ধান

Created: 3 months ago | Updated: 1 day ago

সুলুক সন্ধান (খোঁজ-খবর): জনগণের নিয়মিত সুলুক-সন্ধান রাখা একজন জনপ্রতিনিধির কর্তব্য।

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন: (যেকোনো ৫টি):
11.

তামার বিষ

Created: 3 months ago | Updated: 13 hours ago

তামার বিষ (অর্থের কুপ্রভাব): তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তিই ধরাকে সরা জ্ঞান করে।

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন: (যেকোনো ৫টি):
12.

ডাকাবুকো

Created: 3 months ago | Updated: 1 day ago

ডাকাবুকো (দুরন্ত / নির্ভীক): গ্রামের ডাকাবুকো ছেলেদের সকল প্রকার ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন: (যেকোনো ৫টি):
13.

শরতের শিশির

Created: 3 months ago | Updated: 1 day ago

শরতের শিশির (সুসময়ের বন্ধু): টাকা-পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না।

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন: (যেকোনো ৫টি):
14.

লেফাফা দুরস্ত

Created: 3 months ago | Updated: 18 hours ago

লেফাফা দুরস্ত (বাইরে পরিপাটি): লোকটি দরিদ্র হলেও আচার-আচরণে লেফাফা দুরস্ত।

অর্থসহ বাক্যে প্রয়োগ করুন: (যেকোনো ৫টি):
15.

চোখের চামড়া

Created: 3 months ago | Updated: 1 day ago

চোখের চামড়া (চক্ষুলজ্জা): সুদখোর লোকদের চোখে চামড়া থাকে না, আপন ভাইয়ের কাছ থেকে তারা সুদ নিতেও কুণ্ঠাবোধ করেন না।

Related Sub Categories