বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) || উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) (20-04-2024) || 2024

All

'Zero hunger' SDG এর গোল 2-এর অন্তর্ভুক্ত

২৬ মার্চ তারিখে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয়

১০ জানুয়ারি ১৯৭২ শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

আইএলওর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত

সুয়েজখাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোজিত করেছে। 

 

Suez Canal - Kids | Britannica Kids | Homework Help

বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত

বর্তমানে ইন্দোনেশিয়া ও ইরান OPEC-ভুক্ত অ-আরব মুসলিম দেশ

আধুনিক নাগর্নো-কারাবাখের অঞ্চলটি কারাবাখের ঐতিহাসিক অঞ্চলের একটি অংশ গঠন করে, যা কুরা এবং আরাক্স নদী এবং আধুনিক আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তের মধ্যে অবস্থিত। এর আধুনিক সীমানায় নাগর্নো-কারাবাখ হল উচ্চ কারাবাখের বৃহত্তর অঞ্চলের একটি অংশ।

হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর।

সুইডিশ ক্রোনা (SEK) 1873 সাল থেকে সুইডেনের মুদ্রা। এটি সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক, Sveriges Riksbank দ্বারা জারি করা হয়। মুদ্রার প্রতীক kr.

বেনিন (ফরাসি: Bénin বেনিন্‌) পশ্চিম আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।

CIRDAP - Centre on Integrated Rural Development for Asia and the Pacific.. CIRDAP গঠিত হয় ৬ জুলাই, ১৯৭৯ সালে। এর সদর দপ্তর ঢাকা তে অবস্থিত, সুপ্রিমকোর্ট এর চামেলী হাউজে। এর সদস্য সংখ্যা ১৫ টি।

স্থপতি সৈয়দ মাইনুল হোসেন (জন্ম: ৫ মে, ১৯৫২ ঢাকা বিক্ৰমপুৱ; এবং মৃত্যু: ১০ নভেম্বর, ২০১৪) বাংলাদেশের প্রখ্যাত স্থপতি। তিনি জাতীয় স্মৃতিসৌধের ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্থপতি

পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ত্ব আইন-১৯৫০ (পূর্ব পাকিস্তান রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন ১৯৫০ নামেও পরিচিত) তদানীন্তন পাকিস্তান নিয়ন্ত্রিত পূর্ব বাংলার নবগঠিত গণতান্ত্রিক সরকার কর্তৃক গৃহীত একটি আইন ছিল।

১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। সাথে সাথে শেখ মুজিবুর রহমানসহ সকল কারাবন্দিকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়। পরেরদিন, ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেয়া হয়।

Related Sub Categories