'বড়র পিরীতি বালির বাঁধ' বাগধারাটির অর্থ ভঙ্গুর
মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচূর ' (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) দুই খণ্ডে প্রকাশিত হয় । তার আরেকটি প্রবন্ধ 'অবরোধবাসিনী' । তার রচিত দুটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন' ও 'পদ্মরাগ' ।
বাংলা সাহিত্যের 'মজিদ' চরিত্রটি "লাল সালু" - উপন্যাসের। এর ঔপন্যাসিক বিখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ। তিনি ১৯৪৮ সালে "লাল সালু" রচনা করেন।
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস-বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। অর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন-
কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর,
আনোয়ারা বাঙ্গালী ঔপন্যাসিক মোহাম্মদ নজিবর রহমান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। এটি তার রচিত প্রথম ও সর্বাধিক সার্থক উপন্যাস।
'একখানি ছোট ক্ষেত আমি একেলা ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সোনার তরী' কবিতার চরণ।
কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯ - ১৯৭৬) খ্রি। তার 'আনন্দময়ীর আগমনে' কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা ৫ টি। বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা হলো ৫ টি। যথাঃ প, ফ, ব, ভ, ম।
বাংলা ভাষাতে ছদ্মনাম গ্রহণের প্রথাটি সুপ্রচলিত। কৈশোরে রবীন্দ্রনাথ ঠাকুর "ভানুসিংহ ঠাকুর" ছদ্মনামে কয়েকটি কবিতা রচনা করেছিলেন।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এ চরণটির মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি।
কাব্যে উক্তিটি করেছিল ”ঈশ্বরী পাটনী”।
Respect always who is senior to you.
He said, "I shall go to office." = He said that he would go to office.
Who is calling me? = By whom am I being called?
জনাব আবুল কালাম একজন বীর মুক্তিযোদ্ধা। = Mr. Abul Kalam is a freedom fighter
DILLY-DALLY definition: to waste time, especially by being slow, or by not being able to make a decision:
Don't dilly-dally - just get your bags and let's go!
( সময় নষ্ট করা, বিশেষ করে ধীরগতির দ্বারা, বা সিদ্ধান্ত নিতে না পারা : ডিলি-ডালি করবেন না - শুধু আপনার ব্যাগ নিয়ে আসুন এবং চলুন!)
The play "Macbeth" is written by William Shakespeare. It is one of his most famous tragedies and explores themes of ambition, power, and guilt.
r=7%
p=650
n=6
I=?
We know, I=pnr
=650x6x7/100
=273 ans.
Sol: Given,A=9cm
B=10cm
angle=600
We know=.0.5*9*10*sin(600)
=38.98 squre cm
১০০ টাকায় কমিশন পাবে ১২.৫ টাকা
১ টাকায় কমিশন পাবে ১২.৫/১০০ টাকা
১৫০০০ টাকায় কমিশন পাবে ১২.৫*১৫০০০/১০০ টাকা = ১৮৭৫ টাকা
'Zero hunger' SDG এর গোল 2-এর অন্তর্ভুক্ত
২৬ মার্চ তারিখে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয় ।
১০ জানুয়ারি ১৯৭২ শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
আইএলওর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
সুয়েজখাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোজিত করেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
বর্তমানে ইন্দোনেশিয়া ও ইরান OPEC-ভুক্ত অ-আরব মুসলিম দেশ ।
আধুনিক নাগর্নো-কারাবাখের অঞ্চলটি কারাবাখের ঐতিহাসিক অঞ্চলের একটি অংশ গঠন করে, যা কুরা এবং আরাক্স নদী এবং আধুনিক আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তের মধ্যে অবস্থিত। এর আধুনিক সীমানায় নাগর্নো-কারাবাখ হল উচ্চ কারাবাখের বৃহত্তর অঞ্চলের একটি অংশ।
হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর।
সুইডিশ ক্রোনা (SEK) 1873 সাল থেকে সুইডেনের মুদ্রা। এটি সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক, Sveriges Riksbank দ্বারা জারি করা হয়। মুদ্রার প্রতীক kr.
বেনিন (ফরাসি: Bénin বেনিন্) পশ্চিম আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
CIRDAP - Centre on Integrated Rural Development for Asia and the Pacific.. CIRDAP গঠিত হয় ৬ জুলাই, ১৯৭৯ সালে। এর সদর দপ্তর ঢাকা তে অবস্থিত, সুপ্রিমকোর্ট এর চামেলী হাউজে। এর সদস্য সংখ্যা ১৫ টি।
স্থপতি সৈয়দ মাইনুল হোসেন (জন্ম: ৫ মে, ১৯৫২ ঢাকা বিক্ৰমপুৱ; এবং মৃত্যু: ১০ নভেম্বর, ২০১৪) বাংলাদেশের প্রখ্যাত স্থপতি। তিনি জাতীয় স্মৃতিসৌধের ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্থপতি।
পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইন-১৯৫০ (পূর্ব পাকিস্তান রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন ১৯৫০ নামেও পরিচিত) তদানীন্তন পাকিস্তান নিয়ন্ত্রিত পূর্ব বাংলার নবগঠিত গণতান্ত্রিক সরকার কর্তৃক গৃহীত একটি আইন ছিল।
১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। সাথে সাথে শেখ মুজিবুর রহমানসহ সকল কারাবন্দিকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়। পরেরদিন, ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের এক গণসংবর্ধনা দেয়া হয়।
An ideal voltage source has zero internal resistance
Given data
v=3v
q=12 uc
C=?
q=cv
C=Q/v
C=12*10^-6/3
C=4 uf
We know.
E=npt
E=1*100*10
E=1000Wh
FET= unipolar device