২২ এপ্রিল ২০২৪
বরাবর,
মহাপরিচালক
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
নশিপুর, দিনাজপুর।
বিষয়ঃ এক দিনের নৈমিত্তিক ছুটিতে কর্মস্থল ত্যাগের আবেদন।
জনাব,
নিবেদন এই যে, আমি আপনার দপ্তরের কর্মরত একজন গার্ড। আমার ব্যক্তিগত কাজের জন্য ঢাকা যাওয়া প্রয়োজন। তাই 23/04/2024 ইং রোজ মঙ্গলবার এক (01) দিনের ছুটির প্রয়োজন। এমতাবস্থায় আপনার সদয় সহাভূতি কামনা করছি।
বিধায় প্রার্থনা, উল্লেখিত নৈমিত্তিক ছুটিতে কর্মস্থল ত্যাগ করার অনুমতি প্রদানে জনাবের মর্জি হয়।
নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত
(নামের স্বাক্ষরের জায়গা রাখতে হবে।)
মোঃ হারুন ইসলাম
গার্ড
বিডাব্লিউএমআরআই, নশিপুর, দিনাজপুর।