'কারাগারের রোজনামচা' বইটির রচয়িতা কে?
'কারাগারের রোজনামচা' বইটির রচয়িতা শেখ মুজিবুর রহমান
SDG এর Goal কতটি?
SDG এর Goal ১৭টি
বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ?
বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ
কিয়েভ শহরটি কোন দেশে অবস্থিত?
কিয়েভ শহরটি ইউক্রেনে অবস্থিত
বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলার সীমানা রয়েছে?
বাংলাদেশের সাথে ভারতের ৩০টি জেলার সীমানা রয়েছে।
বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে?
বাংলাদেশে বর্তমানে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে
UNHCR এর পূর্ণরূপ লিখুন।
UNHCR এর পূর্ণরূপ হলো United Nations High Commissioner for Refugees
যে কোন একটি সার্কভুক্ত রাষ্ট্রের নাম লিখুন
একটি সার্কভুক্ত রাষ্ট্রের নাম হলো বাংলাদেশ
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরিাধ কোন জেলায় সংঘটিত হয়?
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গাজীপুর জেলায় সংঘটিত হয়
মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন?
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন ১৭ এপ্রিল ১৯৭১ সালে