জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ির আগমেন পড়ে তাঁকে কৃতীত্ত না দিয়ে শূণ্য হাতে ফেরালে তা কেবলমাত্র অপরাধই হবে না, হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম ঔদাসীন্যতা।
= জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে পড়ে তাঁকে কৃতিত্ব না দিয়ে শূন্য হাতে ফেরালে তা কেবল অপরাধই হবে না, হবে বিদ্রোহী সাহিত্যের প্রতি চরম ঔদাসীন্য।
অহনের অপর অংশ
অহনের অপর অংশ- অপরাহ্ণ।
অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে
অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে- অবিমৃষ্যকারী।
ইক্ষু হতে জাত
ইক্ষু হতে জাত- ঐক্ষব।
ক্ষমার যোগ্য
ক্ষমার যোগ্য- ক্ষমার্হ।
শুরুর ভাব
গুরুর ভাব- গরিমা।
যুদ্ধের জন্য ইচ্ছুক
যুদ্ধের জন্য ইচ্ছুক- যুযুৎসু।
মনে করি, বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী সংখ্যা=x ∴ মাথা পিছু ভাড়া হত 5700 x টাকা ∴ 5 জন না আসায় যাত্রী সংখ্যা x-5 ∴ মাথা পিছু ভাড়া হল 5700 x-5 টাকা প্রশ্নমতে, 5700 x-5 = 5700 x + 3 বা, 5700 x-5 - 5700 x = 3 বা, x.5700-(x-5).5700 (x-5)x = 3 বা, 5700(x-x+5) x(x-5) = 3 বা, 5700✕5 x(x-5) = 3 বা, 1900✕5 x2-5x = 1 বা, x2-5x = 9500 বা, x2-5x-9500=0 বা, x2-100x+95x-9500 = 0 বা, x(x-100)+95(x-100)=0 বা, (x-100)(x+95)=0 তাহলে, x=100; -95 গ্রহনযোগ্য নয় কারন যাত্রী সংখ্যা ঋণাত্বক হতে পারে না। অতএব, বাসে গিয়েছিল (100-5) =95 জন যাত্রী।
দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = ৪০x১.৫ = ৬০
বর্গমিটার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৩০-১.৫) × ১.৫=৪২.৭৫ বর্গমিটার
সুতরাং, রাস্তাঘরের ক্ষেত্রফল (৬০+৪২.৭৫ ) = ১০২.৭৫ বর্গমিটার
উত্তরঃ ১০২.৭৫ বর্গমিটার
হলে,
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পাট থেকে 'জুটন' আবিষ্কার করেন কে?
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মানিক মিয়া এভিনিউ, ঢাকায় অবস্থিত। পাট থেকে 'জুটন' আবিষ্কার করেন ড. মোহাম্মদ সিদ্দিকউল্লাহ।
বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি? এটি কোন বিভাগে অবস্থিত?
বাংলাদেশের বৃহত্তম হাওড় হাকালুকি হাওড়। এটি সিলেট বিভাগে অবস্থিত।
মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? নৌ-কমান্ডোগণ কত নম্বর সেক্টরভুক্ত ছিলেন?
মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। নৌ-কমান্ডোগণ ১০ নম্বর সেক্টরভুক্ত ছিলেন।
'লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তরেখা?
লাইন অব কন্ট্রোল' ভারত-পাকিস্তানের দুটি দেশের সীমান্তরেখা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কত তারিখে ও কোন অঞ্চলে মারা যান?
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ১৯ মে, ২০২৪ সালে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাওয়ার পথে জোলফা এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
'জাতিসঘ দিবস' কবে? IOM এর সদর দপ্তর কোথায়?
২৪ অক্টোবর 'জাতিসঘ দিবস'। IOM এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।