২০১৮ সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার তথ্যমতে, এটি মোট শ্রমশক্তির ৪০.৬ ভাগ যোগান দিয়ে থাকে এবং দেশের জিডিপিতে এর অবদান ১৪.১০ শতাংশ। দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনস্বীকার্য।
গরহাজির
গরহাজির = নয় হাজির -নঞ তৎপুরুষ
শিশুবিভাগ
শিশুবিভাগ – শিশুদের জন্য বিভাগ-৪র্থী তৎপুরুষ
উপকূল
উপকূল = কূলের সমীপে -অব্যয়ীভাব
কদাচার
কদাচার = কু যে আচার -কর্মধারয়
পৌষ মাসের উৎপন্ন ফসল
পৌষ মাসের উৎপন্ন ফসল = পৌষালি
যা বলার যোগ্য নয়
যা বলার যোগ্য নয় = অকথ্য
যুদ্ধ থেকে যে বীর পলায় না
যুদ্ধ থেকে যে বীর পলায় না = সংশপ্তক
সমুদ্রের ঢেউ এর শব্দ
সমুদ্রের ঢেউ এর শব্দ = কল্লোল
নবোঢ়া
নবোঢ়া = নব + ঊঢ়া
সংস্কৃতি
সংস্কৃতি = সম্ + কৃতি
মনীষা
মনীষা = মনস্ + ঈষা
প্রাতরাশ
প্রাতরাশ = প্রাতঃ + আশ
অহি নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে
অহি নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে। = কর্ম কারকে ২য়া
জাহাজে সাগর পার হওয়া যায়
জাহাজে সাগর পার হওয়া যায় = করণে ৭মী
পরের মুখে শেখা বুলি
পরের মুখে শেখা বুলি = অপাদানে ৭মী
কপোল ভাসিয়া গেল নয়নের জলে
কপোল ভাসিয়া গেল নয়নের জলে = কর্মে শূন্য
দুরাবস্থা
দুরাবস্থা = দুরবস্থা
ইতিপূর্বে
ইতিপূর্বে = ইতঃপূর্বে
মুমুর্ষ
মুমুর্ষ = মুমূর্ষু
মহত্ব
মহত্ব = মহত্ত্ব