প্রত্যক্ষ
প্রত্যক্ষ - পরোক্ষ।
যোজক
যোজক - বিয়োজক
বিষ
বিষ - সুধা।
লিপ্সা
লিপ্সা - বিরাগ।
গয়লা
গয়লা- গয়লা-বউ।
দেবর
দেবর - ননদ।
মালা
মালা - মালিকা।
সুকেশ
সুকেশ - সুকেশী।
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি?
মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' চরণটি কোন কাব্যের?
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' চরণটি অন্নদামঙ্গল কাব্যের।
রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রথম কবি কে?
রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রথম কবি শাহ মুহম্মদ সগীর।
বাংলা টপ্পাগানের জনক কে?
বাংলা টপ্পাগানের জনক নিধু বাবু বা রামনিধি গুপ্ত।
ভাষা আন্দোলন বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণআন্দোলন। ১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে প্রশ্ন দেখা দেয়। ১৯৪৮ সালের মার্চ মাসে পাকিস্তানের তদানীন্তন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন যে, উর্দু এবং কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। বাংলাদেশের দেশপ্রেমী জনগণ এটাকে তাদের সংস্কৃতির ওপর চরম আঘাত হিসেবে ধরে নেয়। এই ঘোষণা থেকে ভাষা আন্দোলনের বীজ বপন করে। ছাত্রসমাজ এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিরা এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব পাকিস্তানের পার্লামেন্ট ভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পূর্ব পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্লামেন্ট ভবন এলাকায় ১৪৪ ধারা জারি করে। পূর্ব পাকিস্তানের ছাত্ররা এ আদেশ অমান্য করে এগিয়ে যেতে চাইলে পুলিশ গুলি চালায়। ফলে বরকত, রফিক, সালাম, জব্বার ও আরো অনেকের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়। পরদিন আহুত ধর্মঘট সারা পূর্ব-পাকিস্তান অচল করে দেয়। অবশেষে পাকিস্তানি শাসকবর্গ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। বাংলাদেশ ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালন করে। ১৭ নভেম্বর, ১৯৯৯ ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসাবে ঘোষণা করে।
The headmaster was angry . . . . . . the students.
The headmaster was angry with the students.
The man died ........ cancer.
The man died of cancer.
They selected me for the job only . . . . . merit.
They selected me for the job only on merit.
My friend always goes have ... feet.
My friend always goes have on feet.
He said nothing ........ a long time.
He said nothing for a long time.
Performence
Performence - Performance
Coaplement
Coaplement - Complement
Homageneous
Homageneous - Homogeneous
Anxity
Anxity - Anxiety
Inititive
Inititive - Initiative
Traffic jams happen when there are too many cars on the road and they can't move freely. This causes delays and wastes time. It also leads to more fuel being used and makes the air dirtier. Traffic jams often occur because of accidents, road repairs or when many people are driving during rush hours. To fix traffic jams, cities can plan better roads and use smarter ways to manage traffic. They can also improve public transportation like buses and trains to give people other options than driving. Encouraging carpooling, biking and walking also helps to reduce the number of cars on the road and pollution. Fixing these problems needs new technology, changes in rules and everyone working together to make city travel easier and cleaner.
৪% মুনাফা হারে-
১০০ টাকার ১ বছরের মুনাফা=৪ টাকা
১০০ টাকার ১২ বছরের মুনাফা = (৪ ১২) = ৪৮ টাকা
১০০ টাকা ১২ বছরে মুনাফাসহ হয়
= (১০০ + ৪৮) টাকা = ১৪৮ টাকা
মুনাফাসহ ১৪৮ টাকা হলে আসল ১০০ টাকা
“ ১ ” “ ” "
“ ১৩৩২ ” “ ” "
বা ৯০০ টাকা।