মহর্ষি
মহর্ষি = মহা + ঋষি
সঞ্চয়
সঞ্চয় = সম্ + চয়
ষষ্ঠ
ষষ্ঠ = ষষ্ + থ
চশমখোর
চশমখোর = নির্লজ্জ
ভিটায় ঘুঘু চড়ানো
ভিটায় ঘুঘু চড়ানো = সর্বস্বান্ত করা
কাছাঢিলা
কাছাঢিলা = অসাবধান
বাড়ি ঘুরে এস।
বাড়ি ঘুরে এস। = অধিকরণে শুন্য
গুরুজনে কর নতি।
গুরুজনে কর নতি। = সম্প্রদানে ৭মী
আজকে করিম আসবে।
আজকে করিম আসবে। অধিকরণে ২য়া
বলাবলি
বলাবলি = বলাতে বলাতে যে ক্রিয়া - ব্যতিহার বহুব্রীহি
চরণকমল
চরণকমল = চরণ কমলের ন্যায় - উপমিত কর্মধারয়
ফুলবাগান
ফুলবাগান = ফুলের বাগান - ৬ষ্ঠী তৎপুরুষ