বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজকের তারিখ ও সন লিখুন।
বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজকের তারিখ ১৫ই আষাঢ়, ১৪৩১।
বাংলাদেশের সাপের বিষের গবেষণাগার কোথায় অবস্থিত?
বাংলাদেশের সাপের বিষের গবেষণাগার রাজশাহীতে অবস্থিত
২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে
গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের?
গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা ডেনমার্কের
বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশী পরিমাণে আছে?
বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশী পরিমাণে আছে
"ওরা টোকাই কেন" গ্রন্থটির রচিয়তা কে?
"ওরা টোকাই কেন" গ্রন্থটির রচিয়তা শেখ হাসিনা।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিলো?
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী সিপাহী ছিলো
পীথাগোরাস কোন দেশের অধিবাসী ছিলেন?
পীথাগোরাস গ্রীস দেশের অধিবাসী ছিলেন
আয়কর আইন কোন সালে প্রণীত হয়?
আয়কর আইন ২০২৩ সালে প্রণীত হয়
বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে
IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
IAEA এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়ায় অবস্থিত
SPARSO এর পূর্ণরূপ কি?
SPARSO এর পূর্ণরূপ Space Research And Remote Sensing Organization.
"কাঁটাতারে প্রজাপতি" কার লেখা?
"কাঁটাতারে প্রজাপতি" সেলিনা হোসেন এর লেখা
বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন?
বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন মেজর জেমস রেনেল।
ব্রুনেই এর রাজধানীর নাম কি?
ব্রুনেই এর রাজধানীর নাম বন্দর সেরি বেগাওয়ান।