অন্ধ বাঁকে অবশ্যই হর্ণ বাজাতে হবে।
গোল চক্কর চালকের ডান দিকে থাকে
গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৪০ কি.মি.।
রাস্তায় আলোক সংকেতর ক্রম লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল।
ওভারটেক/লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ। একটি রাস্তায় উভমুখী যান চলাচল থাকলে সেটি আলাদা করতেও হলুদ লাইন দেয়া হয়।
সংকীর্ণ রাস্তা অতিক্রম করার জন্য সামনের দিক হতে আগত গাড়ি থেকে অগ্রাধিকার পাবার জন্য আমি হেডলাইট ও হর্ণ দ্বারা সিগন্যাল দিবো।
গাড়ির চাকা সাধারণত ব্রেক করলে স্কীডিং হয়
মনে করুন, আপনি পাকা ও ভালো রাস্তায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছেন। আপনার নিরাপদ দূরত্ব ২৫ মিটার হবে
লাল বৃত্তের মধ্যে হর্ণ আঁকা থাকলে বুঝায় হর্ন বাজানো নিষেধ
পার্শ্বরাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার আগে গাড়ির গতি কমিয়ে, প্রয়োজনে থামিয়ে, প্রধান রাস্তার গাড়িকে নির্বিঘ্নে আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রধান সড়কে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগমত সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে।