(Answer)
(Answer)
৩০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৩০ টাকা
“ ১ ” “ ” "
“ ৫০ ” “ ” "
= ৬৫ টাকা
২০% ছাড়ে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে লিখিত মূল্য ১০০ টাকা
“ ১ ” “ ” "
“ ৬৫ ” “ ” "
= ৮১.২৫ টাকা
উত্তর: ৮১.২৫ টাকা।
মনে করি, 7% মুনাফায় x টাকা জমা করেন।
∴ তিনি 6% মুনাফায় জমা করেছেন (4000-x) টাকা।
100 টাকায় 1 বছরের মুনাফা 7 টাকা
1 “ 1 ” " "
x “ 1 ” " "
আবার,
100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা
1 “ 1 ” " "
(4000-x) " 1 ” " "
প্রশ্নমতে, + = 250
বা, x = 25000 - 24000
∴ x = 1000
সুতরাং 7% মুনাফায় 1000 টাকা জমা করেন।
উত্তর: 1000 টাকা
মনে করি, পার্কের দৈর্ঘ্য ৩ক মিটার ও প্রস্থ ২ক মিটার
পার্কের ক্ষেত্রফল = ৬ক২ বর্গমিটার
পরিসীমা = ২(৩ক + ২ক) মিটার = ১০ক মিটার
৬০ মিনিটে অতিক্রম করে ১২০০০ মিটার
১ “ ” " "
৮ “ ” " "
= ১৬০০ মিটার
প্রশ্নমতে, ১০ক = ১৬০০
∴ ক = ১৬০
সুতরাং পার্কের ক্ষেত্রফল = ১৫৩৬০০ বর্গমিটার
উত্তর: ১৫৩৬০০ বর্গমিটার