দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০। সংখ্যা দুইটির গুণফল ১১৭ হলে সংখ্যা দুইটি নির্ণয় করুন।
একটি সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল ১২০ বর্গসেন্টিমিটার এবং একটি কর্ণ ২৪ সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করুন?
একটি বৃত্তের AB এবং AC জ্যা দুটি A বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। প্রমান করুন যে, AB = AC.
{x∈N : x3<27} এবং x3<130 এর তালিকা পদ্ধতিতে মান কোনটি?
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৩০ মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা ১৪০ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ ননির্ণয় করুন?
টাকায় ১২ টি লেবু বিক্রয় করায় ৪% ক্ষতি হয়। লাভ ৪৪% করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে?
কোন অফিসে যতজন কর্মকর্তা-কর্মচারী রয়েছে প্রত্যেকে ভত পয়সার চেয়ে আরও ৩০ পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট ৭০ টাকা উঠল। ঐ অফিসে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কত?
একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো।
সমাধান করুনঃ ax-a+bx-b=a+bx-a-b
যদি a=5+3 হয়, তবে a3+8a3 এর মান কত?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার কম এবং প্রস্থ ৩ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৯ বর্গমিটার কম হবে। আবার দৈর্ঘ্য ৩ মিটার বেশি এবং প্রস্থ ২ মিটার বেশি হলে ক্ষেত্রফল ৬৭ বর্গমিটার হবে। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন?
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
একটি কাজ ক ১২ দিনে ও খ ২০ দিনে করতে পারে, ক ও খ একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x2+12x+9
x-1x=5 হলে, (x+1x)2 এর মান নির্ণয় করুন।
If9n×32(3-n)-1-27n33m×23=127, show that m = 1+n
A businessman agrees to pay a debt of Tk. 20,000 with 10% compound interest. After how many years he will pay total amount of Tk. 51,874.85 including interest.
The sum of the area of two square is 481 square-meter. The area of a rectangle made by the two sides of the two square is 240 square-meter. What is the measurement of the side of each square?
৭৫ টাকায় ১৫ টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা মুনাফা হবে?
a+b=3 এবং ab=2 হলে a3+b3 এর মান কত?