x-7y+5=0 হলে 2x+3y+7=0 হলে x ও y এর মান নির্ণয় করুন।
একটি নল খালি চৌবাচ্চা কে ১৮ মিনিটে পূর্ণ করেএবং অপর একটি নল ১২ মিনিট খালি করে। অর্ধপানি পূর্ণ অবস্থার নল দুটি একসাথে খুলে দিতে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে?
একজন বিক্রেতা ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা হত, তাহলে তার ২০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
একজন ঠিকাদার ২৫ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে ৩০ জন লোক নিয়োগ করলেন। কিন্তু ১৫ দিনে মাত্র অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কত জন লোক নিয়োগ করতে হবে?
x4−x2+1=0 হয় তবে, x3+1x3 কত?
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র এলাকার কত বর্গমিটার নিয়ে বিরোধ ছিল? তম্মধ্যে বাংলাদেশ কত কিলোমিটার পেয়েছে?
x=4+3 হলে x3+1x3 = কত ?
একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে?
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার এবং ক্ষেত্রফল ৮০ বর্গমিটার হলে, তার দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার?
কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় কর ।
একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ১৫ দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্র ছাত্রাবাসে ভর্তি হওয়ায় ঐ খাদ্য ১০ দিনে শেষ হয়ে গেল। ছাত্রাবাসে কত জন নতুন ছাত্র ভর্তি হয়েছে?
x-1x=3 হলে x4 +1x4 কত?
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি । ট্রেনটি ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
কোন আসল ৫ বছরে মুনাফা – আসলে ৫,০০০ টাকা এবং ৩ বছরে মুনাফা আসলে ৪,৫০০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করুন?
একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
x+y=12 এবং x-y=6 হলে 2(x2 +y2) এর মান কত?
কোন শহরের জনসংখ্যা ৩০ লক্ষ এবং ঐ শহরের জনসখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
একটি ঘড়ি ৬০০ টাকায় ক্রয় করে ৫৫২ টাকায় বিক্রয় করা হলে ঘড়িটি কত টাকায় বিক্রয়া করলে ১০% লাভ হতো।
What is the value of 2x+4-4.2x+12x+2+2=?