কোন আসল ৬ বছরে মুনাফা- আসলে ১৬,২৮০ টাকা হয় এবং ৮ বছরে মুনাফা – আসলে ১৮,০৮০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করুন?
xa+yb=2
ax+by=a2+b2
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৪ বেশী। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশী হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন ।
x-1x=3 যেখানে x≠0 হলে প্রমান কর যে, x2 -3x=1 ।
২টি সংখ্যার গ.সা.গু বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২,৪৪৮ । সংখ্যা দুটি কত?
একটি দ্রব্য ৬% লাভে বিক্রয় করা হলো। যদি ক্রয়মূল্য ৪% কম এবং বিক্রয়মূল্য ৪ টাকা বেশি হতো তা হলে ১২ ১২ % লাভ হতো। কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল?
বার্ষিক ১০% মুনাফা কত বছরে ৫,০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬,৬৫৫ টাকা হবে?
একটি ট্রেন বিপরীত দিক হতে ১০৮ কিলোমিটার/ঘণ্টা বেগে আসা একই দৈর্ঘ্যের অপর একটি ট্রেনকে ও মিনিটে অতিক্রম করে। অন্য ট্রেনটির বেগ ৯০ কিলোমিটার/ঘণ্টা হলে ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করুন।
দুইটি রাশির যোগফল ২৪০। তাদের অনুপাত ১ : ৩ হলে রাশি দুইটি নির্ণয় করুন। ১ম রাশি ২য় রাশির শতকরা কত অংশ?
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?
একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ব্যাসার্ধ 4.5 সে.মি. ও উচ্চতা 6 সে.মি.। সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন (π = 3.14)
সরল করুন: 4m+2n3+34m+2n2m-2n+34m+2nm-2n2+3-2n3
Zaman's father invested some money and for every Tk. 12 he invested he got a total of Tk. 15 back. If Zaman's father invested Tk. 300, how much in total did he get back?
A woman says, "If you revise my own age, the figure represents my husband" age. He is, of course, senior to me and the difference between our ages is one- eleventh of our sum" What is the age of the woman?
A solid cube of side 6 is first painted pink and then cut into smaller cubes of side 2. How many of the smaller cubes have paint on exactly 2 sides?
কোন আসল ৩ বছরে মুনাফা – আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
x3 +x2y,x2y+xy2,x3+y3 এবং x+y3 এর ল.সা.গু. নির্ণয় করুন।
কোন আসল ৩ বছরে মুনাফা – আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশে হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, , ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে।