৩ : ৯ :: ৪ : ? এর চতুর্থ সমানুপাতিক কত?
২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?
১৬৯ সংখ্যাটির বর্গমূল কত?
১.১৬ এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
০.০১ × ০.০০১ = কত?
x - y = 0 হলে x3 - y3 এর মান কত?
১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গড় কত?
১ ইঞ্চিতে কত সেন্টিমিটার?
২-৪(২-৪)-১-১ = কত?
কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ তিনটি কি কি?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x2 - 4x -3
A = 1,3,5 এবং B = 2,4,6 হলে A∩ B = কত?
একটি নল ১০ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১২ লিটার পানি বের করা দিতে পারে। দুটি নল একসাথে খুলে দিলে ৯০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
পিথাগোরাসের উপপাদ্যটি লিখুন ।
প্রতি মাসে ইকবাল সাহেব ৫০,০০০ টাকা স্থায়ী বেতন এবং পণ্য বিক্রির উপর ১০.৫% কমিশন পেয়ে থাকেন। ফেব্রুয়ারি মাসে তিনি ৭% আয়কর বাদ দিয়ে ৬৬,০৩০ টাকা আয় করে থাকলে, তিনি কত টাকার পণ্য বিক্রয় করেছিলেন?
আয়তাকার পানিপূর্ণ একটি ট্যাংকের দৈর্ঘ্য ৬ মিটার, প্রস্থ ৫ মিটার ও গভীরতা ২ মিটার। প্রতি বর্গমিটার ৭৭ টাকা হারে ট্যাংকের ভেতরের চার দেয়াল রঙ করতে কত টাকা পয়োজন?
a2 + 1 = 3a হলে a2 + 1a2 a3 + 1a3 এর মান নির্ণয় করুন।
করিম ও রহিম যথাক্রমে ২০ দিন ও ৩০ দিনে একটি জমির ধান কাটতে পারে। তারা একত্রে ৭ দিন কাজ করার পর উভয়েই চলে গেল । বাকী কাজ মানিক ১০ দিনে শেষ করলো। মানিক সম্পূর্ণ কাজটি একা কতদিনে করতে পারে ?