বার্ষিক ১৫% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ১,৬৮০ টাকা মুনাফা দেওয়া হল। আসল কত ছিল?
x2 -5x+1=0 হলে x3+1x3 =?
যোগফল কর: 3aa2 + 3a -4 + 2aa2 - 1 + aa2 + 5a +4
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ৭.৫ সেন্টিমিটার, প্রস্থ ৬ সেন্টিমিটার ও উচ্চতা ৪ সেন্টিমিটার হলে, ঘনবস্তুটির সময় তলের ক্ষেত্রফল নির্ণয় করুন।
১০ বৎসর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বৎসর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ : ১ হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
একটি দ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী, পাইকারী বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকে ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ২১.৬০ টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত?
শতকরা ৬% মুনাফায় ৯৫০ টাকা ৮ বছরে যত মুনাফা হয় বার্ষিক ৭.৫০% হারে মুনাফায় কত টাকায় ১৯ বছরে তত মুনাফা হবে?
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ x4(y2 - z2) + y4 (z2 - x2) + z4 (x2 –y2)
সমাধান করুনঃ 1x-1 + 2x-2 = 3x-3
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ডিম ৫৬ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উৎপাদকে বিশ্লেষেণ করুন: x2 +x-2
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
x+1x=4 হলে x2+1x2 এর মান কত?
২৫ জন ছাত্র ইংরেজী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫ জন গড়ে ৭০ নম্বর, ১৫ জন গড়ে ৬৫ নম্বর ও অবশিষ্ট সকলে গড়ে ৬২ নম্বর পেল। ছাত্ররা গড়ে কত নম্বর পেল?
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ১৬ মিটার, প্রস্থ ১২ মিটার। এর ভিতরে চারিদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
উৎপাদকে বিশ্লেষণ করুণঃ 4a4 - 4a2 + 9
একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেওয়ালগুলো ১৫ সেন্টিমিটার পুরু হলে, চার দেয়ালের আয়তন কত ?
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
৩০ জন শ্রমিক ২০ দিনে একটি রাস্তা তৈরি করতে পারে। কাজ শুরুর ১০ দিন পর রাস্তা তৈরির সরঞ্জামের অভাবে ৬ দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে?
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার । এর ভিতরে চতুর্দিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?