মান নির্ণয় করুনঃ a + b + c = 9, a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca এর মান কত?
যদি a4 + a2b2 + b4 = 3 এবং a2 + ab + b2 = 3 হয়, তবে a2 + b2 এর মান কত?
a2 - 3 a+1 = 0 হলে, a3 + 1a3 এর মান কত?
একটি জিনিস ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হয়?
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে ২০% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
একটি আয়াতাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
উৎপাদকে বিশ্লেষণ করুনঃ a2 – b2 + 4bc – 4c2
সরল করুন: 2xa-b - xb-a
১৩৭২ এর ৩ এর স্থানীয় মান কত?
১০০ মিটার দীর্ঘ রাস্তার ৪ মিটার পর পর গাছ লাগালে মোট কতটি গাছ লাগানো যাবে?
৬০ মিটার দৈর্ঘ্য ৩০ মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার মাঠের পরিসীমা কত?
একটি তাল গাছের ১৮ মাটির নীচে, অর্ধেক পানিতে, বাকিটুকু উপরে আছে। পানির উপরে ৩ মিটার থাকলে, তার গাছটির দৈর্ঘ্য কত?
২০০ টাকা ৩ জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দাও, যেন ১ম বালক ২য় বালকের চেয়ে ৬০ টাকা বেশি এবং ৩য় ০বালক ১ম ও ২য় বালকের চেয়ে ৪০ টাকা কম পায়। কে কত টাকা পাবে?
রশিদ সাহেব মাসে বেতন পান ৫,৫০০ টাকা। ঐ বেতন হতে তিনি মাকে প্রতি মাসে ১,১১০ টাকা করে দেন। তিনি বেতনের শতকরা কত টাকা মাকে দেন?
ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত?
১.১×০.১×০.১=?
a + b + c = 15, a2 + b2 +c2 = 83 হলে ab + bc + ac এর মান কত?
(2x + 3y) (4x – 5y) কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করুন।
কোন একটি সমিতির সদস্যগণ পিকনিক করার জন্য ৪৫,০০০ টাকার বাজেট করলেন। সিদ্ধান্ত নেয়া হল প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন। কিন্তু ৫ জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু ১৫ টাকা চাঁদা বৃদ্ধি পেল । ঐ সমিতিতে কত জন সদস্য ছিলেন?
দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টির সাথে ৭ যোগ করলে যোগফল দশক স্থানীয় অংকটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে ১৮ বাদ দিলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?