একটি সমবাহু ত্রিভুজ এক বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
8a3+27b3 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।
A= {1, 2, a, b} হলে P(A) এর উপাদান সংখ্যা কত?
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হয়। ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয়মূল্য কত?
একটি শ্রেণিতে যতজন শিক্ষার্থী আছে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ৩০ পয়সা বেশি করে দিলে ৭০ টাকা হয় । ঐ শ্রেণির শিক্ষার্থী সংখ্যা কত?
একটি বৃত্তাকার মাঠের ব্যাস ১২৪ মিটার। মাঠের সীমানা ঘেঁষে বাইরের দিকে ৬ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যার ঘনফলের সমষ্টি কত?
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ৪৫ কম। সংখ্যাটি কত?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১,৫০০ টাকা হবে?
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়। পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?
লম্ব
রম্বস
বিষমবাহু
ত্রিভুজ
জ্যা
রহিম সাহেবের ২৪,০০০ টাকা আছে। তিনি এই টাকার ৫১২ অংশ এতিমখানায় ৩৮ অংশ শিক্ষা প্রতিষ্ঠানের দান করলেন। তার কাছে কত টাকা আছে?
রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার হাঁটে । কে দ্রুত হাঁটে?