একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ৭.৫ সেন্টিমিটার, প্রস্থ ৬ সেন্টিমিটার ও উচ্চতা ৪ সেন্টিমিটার হলে, ঘনবস্তুটির সময় তলের ক্ষেত্রফল নির্ণয় করুন।
4x+3y=10 এবং 5x+9y=23 হলে x ও y এর মান কত?
৩০০০ টাকা মূল্যের একটি কাজ পৃথকভাবে মিতা ১০ দিনে এবং রিতা ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করলে কত দিন লাগবে এবং কে কত টাকা পাবে?
৩ হালি কলার দাম ২০ টাকা হলে ৩ ডজন কলার দাম কত?
একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণ হার যথাক্রমে ৬ : ৫। ক্লোরিনের ঘনত্ব ৩৬ হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব ও আণবিক ভর কত হবে?
একটি কুকুর একটি খরগোশ ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময় ৫ বার লাফ দেয়। কুকুর ৫ লাফে যতদূর যায় খরগোশ ৬ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত নির্নয় কর। কুকুরটি কি খরগোশকে ধরতে পারবে?