একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ১৬ মিটার, প্রস্থ ১২ মিটার। এর ভিতরে চারিদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
সমাধান করঃ 3x-6+7x-2=10x-4
2x+2x=3 হলে x2+1x2=?
(2x + 3y) (4x – 5y) কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করুন।
যদি Y=12 , b= 3, a = 14 হয় তবে y+b=ay+cb এর মান বের কর।
কোন একটি সমিতির সদস্যগণ পিকনিক করার জন্য ৪৫,০০০ টাকার বাজেট করলেন। সিদ্ধান্ত নেয়া হল প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন। কিন্তু ৫ জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু ১৫ টাকা চাঁদা বৃদ্ধি পেল । ঐ সমিতিতে কত জন সদস্য ছিলেন?