২৫ জন ছাত্র ইংরেজী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫ জন গড়ে ৭০ নম্বর, ১৫ জন গড়ে ৬৫ নম্বর ও অবশিষ্ট সকলে গড়ে ৬২ নম্বর পেল। ছাত্ররা গড়ে কত নম্বর পেল?
যদি Y=12 , b= 3, a = 14 হয় তবে y+b=ay+cb এর মান বের কর।
কোন একটি সমিতির সদস্যগণ পিকনিক করার জন্য ৪৫,০০০ টাকার বাজেট করলেন। সিদ্ধান্ত নেয়া হল প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন। কিন্তু ৫ জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু ১৫ টাকা চাঁদা বৃদ্ধি পেল । ঐ সমিতিতে কত জন সদস্য ছিলেন?
দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টির সাথে ৭ যোগ করলে যোগফল দশক স্থানীয় অংকটির তিনগুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে ১৮ বাদ দিলে অংকদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।