একটি রেলগাড়ীর দৈর্ঘ্য ৩৬০ মিটার। ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে চললে রেলটি কত সময়ে ১৬০ মিটার দৈর্ঘ্যের একটি টানেল অতিক্রম করবে ?
দুটি মেয়াদী আমানত হিসাবে মোট ১,২০,০০০/- টাকা জমা রাখা হয়। এর একটিতে ৫% হারে ও অপরটিতে ৭% হারে ৭২০০/- টাকা সুদ পাওয়া যায়। ৫% হারে কত টাকা জমা রাখা হয়?
একটি কলেজের ৩৪ জন ছাত্রীর সাইকেল আছে। এ সংখ্যা মোট ছাত্রীর এক পঞ্চমাংশ হলে এবং ছাত্রীর সংখ্যা মোট ছাত্র-ছাত্রীর দুই পঞ্চমাংশ হলে ছাত্রীর সংখ্যা মোট ছাত্র-ছাত্রীর দুই পঞ্চমাংশ হলে কলেজের ছাত্র সংখ্যা কত?
a2 + b2 = 45 এবং a - b = 3 হলে ab এর মান নির্ণয় করুন।
১৬÷২৩৪২৩-৬ এর ৭৯-১১২+১২৫৩৩+১৩
সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সেন্টিমিটার, প্রস্থ ৬.৪ সেন্টিমিটার এবং উচ্চতা ২.৫ সেন্টিমিটার। সোনার বারের ওজন কত?
এক ব্যাক্তি মাসিক বেতনে চাকরি করেন এবং বছর শেষে ইনক্রিমেন্ট পান। তাঁর মাসিক বেতন ৪ বছর পর ৩,৫০০/- টাকা এবং ১০ বছর পর ৪,২৫০/- টাকা হলে, তিনি মাসিক কত টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন?
একটি পণ্য ১০% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় ২০% লাভে বিক্রয় করলে তার চেয়ে ১৩৫ টাকা বেশি পাওয়া যায়। পণ্যটির ক্রয়মূল্য কত?
(x+5) (x-5) = 24 হলে x এর মান কত?
১০ টাকায় ১২টি দরে কোন জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮ টি দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি কতদিনে করতে পারবে?
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ বায় বুদ্ধি পাবে না?
a : b = 2 : 3 এবং b : c= 6 : 7 হয়, তবে a : c = ?
৭৫ টাকায় ১৫টি বললেন কিনে ১০৫ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে । ঐ কাজটি ১০ দিনে শেষ করতে হলে কতজন লোক নিয়োগ দিতে হবে ?
একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারী বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?
ক এবং খ একই ব্যাংক থেকে দিনে ২০% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ ঋণ নেয়। ক ২ বছর পর মুনাফা-আসলে কত টাকা শোধ করেন ৩ বছর পর খ মুনাফা-আসলে সমপরিমাণ টাকা শোধ করেন। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন।
শাহিন ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমেরর দাম ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
x2-3=22 হলে, x4+1x4 এর মান কত?
যদি pq=a2b2 এবং ab=a+qa-q হয়, তবে দেখান যে p+qa=p-qq