EPI মানে কী?
EPI মানে Expanded Programme on Immunization.
বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টীকা দেয়া হয়?
বর্তমানে ইপিআইতে শিশুদের ১০টি রোগের টীকা দেয়া হয় ।
ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট কয় ডোজ TT টিকা নিতে হয়?
ধনুষ্টঙ্কার রোধে একজন মাকে জীবনে মোট ৫ ডোজ TT টিকা নিতে হয় ।
ডেঙ্গুবাহী মশার নাম কী?
ডেঙ্গুবাহী মশার নাম এডিস ইজিপ্টাই ।
ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না?
ডেঙ্গু হলে ব্যথানাশক ওষুধ জাতীয় ওষুধ খাওয়া যায় না
UNICEF এর পূর্ণরূপ কী?
UNICEF এর পূর্ণরূপ United Nations International Children's Emergency Fund.
Gen Z কি এবং কারা?
Generation Z. ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, তারাই Gen Z.
এগারসিন্দুর দুর্গ কার ঘাঁটি ছিল?
এগারসিন্দুর দুর্গ ঈশা খাঁ'র ঘাঁটি ছিল
হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের নাম কি ছিল?
হাজী শরীয়তউল্লাহর আন্দোলনের নাম ছিল ফরায়েজি আন্দোলন ।
UH & FPO এর পূর্ণরূপ কী?
UH & FPO এর পূর্ণরূপ Upazila Health & Family Planning Officer.
পারস্য মানে বর্তমানে কোন দেশ?
পারস্য মানে বর্তমানে ইরান দেশ ।
জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত?
জেদ্দা লোহিত সাগরের তীরে অবস্থিত
বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে?
বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে
ইউক্রেনের রাজধানীর নাম কী?
ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ ।
জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাক্সিনের নাম কী?
জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাক্সিনের নাম এইচপিভি টিকা ।