ইন্টারনেটকে কেন্দ্র করে মানুষের যে ব্যাপক কৌতূহল, সার্বক্ষণিক চিন্তা, "ক্রিয়া-প্রতিক্রিয়া, অনমনীর ইচ্ছা এবং অসংযত আচরণবোধ এসব কিছুকেই ইন্টারনেট আসক্তি বলা হয়।
ইন্টারনেট আসক্তির প্রধান কারণঃ
১) ইন্টারনেট যারা নতুন ব্যবহার করে তারা কৌতূহল ও উৎসাহ নিয়ে বিভিন্ন সাইটে ঘুরে, এভাবে আসক্ত হয়।
২) কম্পিউটার গেম, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সেটিং ইত্যাদির প্রতি আকর্ষণ ও নির্ভরশীলতার দ্বারা আসক্তি আসে।
৩) বিভিন্ন Adult Site এর প্রতি আগ্রহ।
৪) নতুন নতুন তথ্য সংগ্রহের আগ্রহ থেকে আসক্তি।
৫) ভার্চুয়াল বন্ধু-বান্ধব খোজা ও তাদের সময় দেওয়া।
৬. ইন্টারনেটকে বিকল্প বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করার মাধ্যমে
৭) বাস্তব জীবনের সমস্যা ভুলে থাকতে ইন্টারনেট অতিরিক্ত ব্যবহার। ।
৮) ভার্চুয়াল জগতে নিজেকে প্রচার করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্লগ, ফোরাম, চার্ট রুম, ফেসবুক ইত্যাদির অতিরিক্ত ব্যবহার।
৯) অনেকে প্রতারণা করার জন্য অধিকমাত্রায় ইন্টারনেট ব্যবহার করে। কারণ ইন্টারনেটে নিজের তথ্য গোপন রাখা যায় ।
প্রতিকারঃ
১) চিত্ত বিনোদনের অন্য উপায়গুলোর মাঝে নিজেকে নিয়োজিত রাখা ।
২) পরিবারকে আরো বেশি সময় দেওয়া।
৩) নিজের দুঃখ-কষ্ট চিহ্নিত করা ও তা দূর করার চেষ্টা করা।
৪) নিজের সমস্যা সরাসরি আত্নীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করা।
৫) বাস্তব জীবনে বেশি মানুষের সাথে ভাল সম্পর্ক গড়ে তোলা।
৬) অসামাজিক, ঘর কুনো বা লাজুক স্বভাব পরিত্যাগ করা।
৭) ধীরে ধীরে ইন্টারনেট ব্যবহার হ্রাস করা।
৮) ইন্টারনেট ব্যবহার না করে অন্য কোনো কাজ করা গেলে তা করা।
৯) প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।
যক্ষের ধন
যক্ষের ধন (কৃপণের ধন): রহিম তার টাকাকড়ি যক্ষের ধনের মতো আগলে রেখেছে।
ভূষন্ডির কাক
ভূষণ্ডির কাক (দীর্ঘজীবী ব্যক্তি): পৃথিবীতে সবাই ভূষণ্ডির কাক হতে পারে না।
ছকড়া নকড়া
ছকড়া নকড়া (তুচ্ছ তাচ্ছিল্য করা): কথায় কথায় কাউকে ছকড়া নকড়া করলে তার প্রতি আগ্রহ কমে যায়।
ড়দাই লষ্কর চাল
গদাই লস্কার চলে (আলসেমী): তাড়াতাড়ি হাত চালাও, অমন গদাই লস্করী চালে কাজ করলে সব পন্ড হবে।
অগস্ত্য যাত্রা
অগস্ত্য যাত্রা (শেষ বিদায়): পরীক্ষায় পাশ করতে না পেরে রহিম সেই যে গেল, সেটাই তার অগস্ত্য যাত্রা।
কান্নায় শোক মন্দীভূত হয়
ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি।
বোটা আলগা ফল গাছে থাকে না
অপাদান কারকে প্রথমা বা শূন্য বিভক্তি।
অন্ধজনে দেহ আলো
সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
আমারে তুমি করিবে ত্রাণ , এ নহে মোর প্রার্থনা
কর্ম কারকে দ্বিতীয়া।
জগতে কীর্তিমান হয় সাধনায়
করণ কারকে সপ্তমী
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
আপনি সপরিবারে আমন্ত্রিত।
সকল বর্ন্যার্তদের ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে।
বন্যার্তদের ত্রাণ সামগ্রি দেয়া হয়েছে।
চন্দ্র ও সূর্যগহেণ দু’টি বিস্ময়কর ঘটনা
চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা।
ঐক্যতান গুণতে ভাল লাগে
ঐকতান শুনতে ভাল লাগে।
সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সুশিক্ষিত
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
এক থেকে শুরু করে ক্রমাগত
এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে।
যে মেয়ের বিয়ে হয়নি
কুমারী।
যে ভবিষৎ না ভেবেই কাজ করে
অবিমৃশ্যকারী।
হনন করার ইচ্ছা
জিঘাংসা।
যা অতি দীর্ঘ নয়
নাতিদীর্ঘ ।